Advertisement

Swastika Mukherjee: সি-বিচে কার সঙ্গে বসে স্বস্তিকা? প্রেমে পড়লেন নাকি নায়িকা

Swastika Mukherjee: টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। বহুবছর ধরেই স্বস্তিকা সিঙ্গল জীবন কাটিয়ে চলেছেন। জীবন কাটিয়েছেন একেবারে নিজের শর্তেই। বয়স ৪০ পেরেলোও তিনি সেটা নিয়ে কখনই লজ্জিত নন। স্বস্তিকার অভিনয় বরাবরই দর্শকদের কাছে প্রশংসিত।

স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 11:09 AM IST
  • টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়।

টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। বহুবছর ধরেই স্বস্তিকা সিঙ্গল জীবন কাটিয়ে চলেছেন। জীবন কাটিয়েছেন একেবারে নিজের শর্তেই। বয়স ৪০ পেরেলোও তিনি সেটা নিয়ে কখনই লজ্জিত নন। স্বস্তিকার অভিনয় বরাবরই দর্শকদের কাছে প্রশংসিত। আবার বিভিন্ন কারণে নায়িকার ব্যক্তিগত জীবনও চর্চিত। তবে সম্প্রতি নায়িকার একটি পোস্ট সকলের নজর কেড়েছে। যেখানে স্বস্তিকাকে ভালোবাসার কথা বলতে দেখা গিয়েছে। তাহলে কি নতুন করে কারোর সঙ্গে সম্পর্কে জড়ালেন নায়িকা?

স্বস্তিকা তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে পুদুচেরির সমুদ্র সৈকতে চাঁদের আলোয় বসে রয়েছেন পুরুষ ও নারী। বেশ দূর থেকেই তোলা সেই ছবি। দুজনেই ক্যামেরার পিছনে বসে অর্থাৎ মুখ দেখা যাচ্ছে না। এই ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, 'তোমরা যে বলো দিবস রজনী ভালবাসা ভালবাসা'। আর এই ক্যাপশনের পর নেটিজেনদের একাংশ মনে করছেন প্রেমে পড়েছেন নায়িকা। নায়িকার এই পোস্ট দেখে স্পষ্ট যে তিনি এখন পুদুচেরিতে ঘুরে বেড়াচ্ছেন। 

স্বস্তিকার এই পোস্ট নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে। অনেকেই স্বস্তিকাকে জানিয়েছেন খুব ভাল এই ছবি। তবে স্বস্তিকা আদৌও প্রেমে পড়েছেন কিনা সেটা নিয়ে কোনও নিশ্চিত কিছু জানা যায়নি। অভিনেত্রীর পাশে কে বসে রয়েছেন? স্বস্তিকার পোস্টে নেটিজেনদের কৌতূহল চোখে পড়ার মতো। তবে কি নতুন করে প্রেমে পড়লেন স্বস্তিকা? এভাবেই কি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন? যদিও এই প্রশ্ন উঠে এলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও জবাব আসেনি।

অতীতে জিৎ থেকে শুরু করে পরমব্রত, সৃজিত সহ একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা। কিন্তু কোনও সম্পর্কই দীর্ঘমেয়াদি হয়নি। স্বস্তিকার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি। মেয়ে অন্বেষা হওয়ার পরই দাম্পত্যে চিড় ধরে। মেয়েকে নিয়েই শ্বশুড়বাড়ি ছাড়েন স্বস্তিকা। এখনও তাঁর ও প্রমিত সেনের বিচ্ছেদের মামলা ঝুলে রয়েছে আদালতে।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement