Advertisement

Kalighat Metro Viral Kiss: 'চুমু পেলে চুমু খাব,' কালীঘাট মেট্রো স্টেশনের VIRAL KISS-এ 'কবিতা পেল' বিরসার

Kalighat Metro Viral Kiss: কালীঘাট মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই ভিডিও দেখে কেউ যুগলদের পক্ষে কথা বলেছেন আবার কেউ বা রে রে করে তেড়ে এসেছেন। শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে তরুণ-তরুণী একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন।

kiss বিতর্কে এবার পাল্টা জবা বিরসারkiss বিতর্কে এবার পাল্টা জবা বিরসার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2024,
  • अपडेटेड 1:05 PM IST
  • কালীঘাট মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

কালীঘাট মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর প্রকাশ্যে চুমু খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই ভিডিও দেখে কেউ যুগলদের পক্ষে কথা বলেছেন আবার কেউ বা রে রে করে তেড়ে এসেছেন। শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে তরুণ-তরুণী একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন। এই ধরনের দৃশ্য অন্য শহরের মেট্রো স্টেশনে ধরা পড়লেও কলকাতায় এই ধরনের দৃশ্য কখনও দেখা যায়নি। নেটিজেনের একাংশ যখন এই জুটির নিন্দায় সরব হয়েছেন, তখনই ময়দানে নেমে সমালোচকদের একহাত নিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। 

পরিচালক বিরসা ও তাঁর স্ত্রী বিদিপ্তাও প্রায়ই তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে এই রকম চুম্বনরত ছবি পোস্ট করে থাকেন। কখনই তাঁরা তাঁদের অনুভূতিকে সামনে নিয়ে আসতে দ্বিধাবোধ করেননি। তাই কালীঘাট স্টেশনে যুগলদের প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে যখন গোটা শহর তোলপাড় তখনই এই চুমুর পক্ষে দাঁড়ালেন পরিচালক। নিজের লেখার মাধ্যমে বহিঃপ্রকাশ করলেন নিজের অনুভূতির। 

বিরসা লেখেন, 'চুমু পায়। ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায়, স্নানের সময় গান পায়, আদরের পর সিগারেট পায়, পড়তে বসলে ঘুম পায়, তেমনই। পরিচালক আরও লেখেন, তাই চুমু পেলে চুমু খাব, যখন যেখানে ইচ্ছে। কার বাপের কী?' পরিচালকের এই পোস্টকে অনেকেই সমর্থন জানিয়েছেন। তেমনি কেউ কেউ কটাক্ষও করেছেন। 

উল্লেখ্য, বেশ কিছু দিন আগে বিরসা ও তাঁর স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীর একটি ছবি নিয়েও বিপুল আলোচনা হয়েছিল। নিজের বিবাহবার্ষিকীর দিনে নিজেদের একটি আদুরে ছবি পোস্ট করেছিলেন পরিচালক। নিন্দকেরা কম আলোচনা করেননি তা নিয়ে। বিরসা ও বিদিপ্তার অসমবয়সী প্রেম ও তারপর বিয়ে। যদিও তাতে তাঁদের ভালোবাসার কমতি একেবারেই নেই। মাঝে মাঝেই তাঁরা নিজেদের ভালোবাসার প্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে থাকেন। যা নিয়ে চর্চা হামেশাই হয়।       

Advertisement
Read more!
Advertisement
Advertisement