Advertisement

Tiyasha Lepcha: চুটিয়ে প্রেম করছেন তিয়াসা, আদর করে সোহেলকে কী নামে ডাকছেন?

Tiyasha Lepcha: প্রথম বিয়ে ভেঙেছে অনেকদিন আগেই। টেলিপাড়ায় মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত তিনি। মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকলেও তা নিজের মতো করে সামলে নেন। ডিভোর্সের পর সম্পর্কে জড়িয়েছিলেন তিয়াসা লেপচা।

তিয়াসা লেপচাতিয়াসা লেপচা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 4:52 PM IST
  • ডিভোর্সের পর সম্পর্কে জড়িয়েছিলেন তিয়াসা লেপচা।

প্রথম বিয়ে ভেঙেছে অনেকদিন আগেই। টেলিপাড়ায় মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত তিনি। মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকলেও তা নিজের মতো করে সামলে নেন। ডিভোর্সের পর সম্পর্কে জড়িয়েছিলেন তিয়াসা লেপচা। কিন্তু তা খুব বেশিদূর চলার আগেই বিচ্ছেদ ঘটে। তিয়াসার সেই প্রেমিকও টেলিপাড়ার বেশ পরিচিত মুখ, সোহেল দত্ত। তবে গত বছরের শেষ থেকেই মান-অভিমান সব মিটেছে তিয়াসা ও সোহেলের। এখন আবার একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। 

তিয়াসা সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লাল রঙের ক্রুপ টপ ও জিনসে, পায়ে কালো রঙের স্নিকার্স। হালকা মেকআপ ও ছাড়া চুলে তিয়াসার মুখে মিষ্টি হাসি। আর এইসব ছবিগুলো তুলে দিয়েছেন সোহেল দত্ত। নায়িকা ছবি সৌজন্যে সোহেলের নামের পাশে লাল রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন। তিয়াসার এই ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছে হে সোনা গানটি। অভিনেত্রী ক্যাপশনেও লিখেছেন হে সোনা। সোহেলকে কি আদর করে তিয়াসা সোনা বলেই ডাকেন?

সম্প্রতি সোহেলের জন্মদিনের সময়ই তিয়াসার সঙ্গে অভিনেতার সব সমস্যা মিটে যায়। সোহেলের জন্মদিনে তিয়াসা বেশ কিছু ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিয়াসা জানিয়েছিলেন যে এখন সোহেলের সঙ্গে সবকিছু ঠিকঠাক আছে। অতীত আঁকড়ে থাকা নয়, বরং সব ভুলে আবারও নতুন করে শুরু করতে চাইছেন তাঁরা। দু'বছর আগে তিয়াসার জন্মদিনের পরপরই সোহেলের সঙ্গে তাঁর ব্রেকআপের কথা সামনে আসে। যদিও এই নিয়ে দুজনেই কেউই কিছু বলেননি। 

প্রসঙ্গত, অতীতে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন তিয়াসা। যদিও বছর দু'য়েক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিয়াসা। সোহেল আছেন পাশে--এই ভরসা নিয়েই কেরিয়ারে ফোকাস করতে আগ্রহী তিনি। দুজনেই এখন কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। লীনা গঙ্গোপাধ্যায়ের হাউজে কাজ করছেন তিয়াসা। বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহেলকে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement