Advertisement

Sandy Saha: ডায়পার পরে মহা বিপদে স্যান্ডি সাহা, পদক্ষেপ করল পুলিশ

অশ্লীল ভিডিও করায় একাধিকবার বিতর্কে জড়িয়েছেন স্যান্ডি সাহা (Sandy Saha)। তবে এবার হাবড়া স্টেশনে (Habra Station) ডায়াপার পরে রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও শুট করে বিপাকে পড়তে হল ভাইরাল ইউটিউবারকে। ভিডিওর জেরে স্যান্ডিকে আটক করে পুলিশ। দিতে হয়েছে জরিমানাও। ভক্তদের মনোরঞ্জন করতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কনটেন্ট নিয়ে ভিডিও করেন বাঙালি এই ইউটিউবার।

স্যান্ডি সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2023,
  • अपडेटेड 8:37 PM IST
  • আটক স্যান্ডি
  • হাবড়া স্টেশনে নাচ

অশ্লীল ভিডিও করায় একাধিকবার বিতর্কে জড়িয়েছেন স্যান্ডি সাহা (Sandy Saha)। তবে এবার হাবড়া স্টেশনে (Habra Station) ডায়াপার পরে রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও শুট করে বিপাকে পড়তে হল ভাইরাল ইউটিউবারকে। ভিডিওর জেরে স্যান্ডিকে আটক করে পুলিশ। দিতে হয়েছে জরিমানাও। ভক্তদের মনোরঞ্জন করতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কনটেন্ট নিয়ে ভিডিও করেন বাঙালি এই ইউটিউবার।

কী ঘটেছিল?

আগেও নানা সময়ে ভিডিও আপলোড করে বিতর্কে জড়িয়েছেন স্যান্ডি। মা উড়ালপুলে (Ma Flyover) গাড়ি থামিয়ে ভিডিও করা নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল। গত ২৭ মার্চ পোস্ট করা ভিডিওটি নিয়ে নতুন করে সমস্যার সূত্রপাত হয়।  জানা যায়, গত মাসে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ভিডিও আপলোড করেন স্যান্ডি। সেখানে দেখা যায়, হাবরা স্টেশনে বাচ্চাদের ডায়পার পরে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও করেন স্যান্ডি সাহা। সেখানে শুধু স্টেশনে নয়, রেললাইনের ট্র্যাকে নেমেও ভিডিও করেন তিনি। তাঁকে ও ভাবে দেখে মুহূর্তেই জড়ো হয়ে যায় বহু মানুষ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে ভাইরাল হয়ে গেলে রেলের তরফ থেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। 

আরও পড়ুন: বৃষ্টির পূর্বাভাস, ইডেন ম্যাচ পণ্ড হলে কী হতে পারে KKR-এর?

জরিমানা স্যান্ডির

রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও করার অভিযোগেই স্যান্ডিকে আটক করে রেল পুলিশ। শাস্তিস্বরূপ জরিমানাও হয় জনপ্রিয় এই ইউটিউবারের। শুধু রেল লাইনে নয়, রাস্তাতেও স্যান্ডিকে এই ভিডিও করতে দেখা গিয়েছিল। আর সেই জন্যই বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় রেল পুলিশ। বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় তাঁকে। স্যান্ডিকে ডেকে বুঝিয়ে দেওয়া হয়, রেলের ট্র্যাকে দাঁড়িয়ে ভিডিও কেন করা যায় না। এরপরেই তাঁর জরিমানা হয়। 

Advertisement

আরও পড়ুন: মা উড়ালপুলে 'মৃত্যুর মুখ' থেকে ফিরলেন সপ্তর্ষি! জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

এই ঘটনার পরে মুখ খুলেছেন স্যান্ডিও। তিনি বলেন, 'ওই ট্র্যাকে কোনও ট্রেন চলে না, স্থানীয়দের থেকে এটা জেনেই ভিডিও করেছিলাম।' আগামী দিনে তাঁকে ভিডিও করার আগে সংশ্লিষ্ট আইন সম্পর্কে অবগত হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement