Advertisement

Zubeen Garg Death: অকাল প্রয়াত গায়ক জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে দুর্ঘটনা

Zubeen Garg Death News: প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ। সূত্রের খবর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করছিলেন জুবিন। সেই সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। সমুদ্র থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রয়াত গায়ক জুবিন গর্গ,  সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনা।প্রয়াত গায়ক জুবিন গর্গ, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 5:54 PM IST
  • প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ।
  • সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন জুবিন।
  • সমুদ্র থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Zubeen Garg Death News: প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ। সূত্রের খবর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করছিলেন জুবিন। সেই সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। সমুদ্র থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ICU তে ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রয়াত হন অসমের জনপ্রিয় শিল্পী। নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। আজ, শুক্রবার সেখানে তাঁর পারফর্ম করার কথা ছিল। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। জুবিনের হঠাৎ এই মৃত্যুতে স্তম্ভিত সংগীত মহল। জুবিনের মৃত্যু নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করবে।

প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ। সূত্রের খবর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করছিলেন জুবিন। সেই সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। সমুদ্র থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ICU তে ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রয়াত হন অসমের জনপ্রিয় শিল্পী। নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। আজ, শুক্রবার সেখানে তাঁর পারফর্ম করার কথা ছিল। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। জুবিনের হঠাৎ এই মৃত্যুতে স্তম্ভিত সংগীত মহল। জুবিনের মৃত্যু নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করবে।

মেঘালয়ের তুরায় জন্ম জুবিন গর্গের। মাত্র তিন বছর বয়স থেকেই গান শেখা শুরু। প্রথম গুরু তাঁর মা। ১৯৯২ সাল থেকে পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন তিনি। ২০০৬ সালে বলিউডে অনুরাগ বসু পরিচালিত গ্যাংস্টার সিনেমায় (ইমরান হাসমি অভিনীত) 'ইয়া আলি' গানটি তাঁকে বলিউডে ভীষণ জনপ্রিয়তা এনে দেয়। আর তারপর থেকেই তিনি পরিচিত নাম হয়ে ওঠেন।

অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও একের পর এক হিট গান উপহার দিয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তৈরি করেছেন বহু সুপারহিট গান। দেব, সোহম, রাহুলের অভিনীত একাধিক হিট ছবিতে তাঁর গাওয়া গান আজও বাঙালির Playlist এ অমলিন।

Zubeen Garg Songs
২০০০ এর দশকের শেষের দিকে বাংলা সিনেমায় তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে ওঠে। সেই সময়ের কয়েকটি বহুল জনপ্রিয় গান হল, Mon Mane Na (Mon Mane Na), Aami Tomari Thakbo (Paran Jai Jaliya Re), Bojhena Se Bojhena (Prem Aamar), Bolo Na Tumi Aamar (Bolo Na Tumi Aamar), Tore Niye Jai ও Soniye Tu Janiye Tu (Khokababu), Prem Ki Bujhini (Paglu), Mon Toke Dilam (Romeo), Tomar Amar Prem (Jaaneman)।

Advertisement

বাংলার পাশাপাশি হিন্দিতেও তাঁর গান সমান জনপ্রিয়। Ya Ali ছাড়াও Dil Tu Hi Bata (Krrish 3), Yaad Piya Ki Aane Lagi সহ একাধিক গান তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়।

বাংলা, হিন্দি ও অহমিয়া তিন ভাষাতেই শ্রোতাদের মন জিতেছিলেন জুবিন। তাঁর কণ্ঠস্বরই গড়েছে এক গোটা প্রজন্মের আবেগ। তাই জুবিন গর্গের প্রয়াণ শুধু অসম নয়, গোটা ভারতেরই সঙ্গীত জগতের কাছে এক অপূরণীয় ক্ষতি।

Read more!
Advertisement
Advertisement