Advertisement

Zubeen Garg Hospital : বাথরুমে পড়ে মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি জুবিন গর্গ

শিল্পীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আইসিইউতে চিকিৎসক সুধাকর চৌবের পর্যবেক্ষণে রয়েছেন জুবিন গর্গ। তবে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। শারীরিক অবস্থার আর কোনও অবনতি না হলে আজই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। 

Zubeen GargZubeen Garg
Aajtak Bangla
  • অসম,
  • 20 Jul 2022,
  • अपडेटेड 7:22 PM IST
  • জুবিন গর্গের মাথায় আঘাত
  • ভর্তি অসমের হাসপাতালে
  • শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। বুধবার সকালে অসমের ডিব্রুগড় সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হোটেলের বাথরুমে পড়ে যান তিনি। যার জেরে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। 

শিল্পীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আইসিইউতে চিকিৎসক সুধাকর চৌবের পর্যবেক্ষণে রয়েছেন জুবিন গর্গ। তবে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। শারীরিক অবস্থার আর কোনও অবনতি না হলে আজই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। 

এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছেন জুবিন গর্গ। গতবছর লাইভ অনুষ্ঠান চলাকালীন হাইপারটেনশনের কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। 

আরও পড়ুন

প্রসঙ্গত, জুবিন মূলত অসমীয়া সঙ্গীত শিল্পী হলেও বলিউডে ইতিমধ্যেই নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। একাধিক হিন্দি ছবিতে বেশকয়েকটি জনপ্রিয় গান রয়েছে তাঁর। সেগুলির মধ্যে অন্যতম 'ইয়া আলি', 'দিল তু হি বাতা'র মতো গানগুলি। 

 

Read more!
Advertisement
Advertisement