Advertisement

মনোরঞ্জন

PHOTOS: অনিতা-রোহিতের KISS! ভাইরাল ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 18 Apr 2021,
  • Updated 3:58 PM IST
  • 1/8

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হসনন্দানি সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। সম্প্রতি মা হয়েছেন অনিতা। তার পর থেকে ছেলের সঙ্গে নানা সুন্দর মুহূর্ত নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন তিনি।

  • 2/8

স্বামী রোহিত রেড্ডির সঙ্গেও বিভিন্ন সময় ছবি শেয়ার করেন অনিতা। সম্প্রতি দুজনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একে অপরের চুমুর মধ্যে ডুবে রয়েছেন তাঁরা।

  • 3/8

সম্প্রতি এই ছবি পোস্ট করেন রোহিত নিজে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবি গুলি। ছবিগুলি তৃতীয় এক ব্যক্তি শুট করেছেন। পোস্টে ফোনের স্ক্রিনে তাঁর মুখও দেখা যাচ্ছে। তবে ইনি কে, সে সম্পর্কে কোনও কিছু প্রকাশ করেননি রোহিত বা অনিতা।

  • 4/8

পোস্টের একটি ছবিতে চুম্বনকত অবস্থায় নিজেদের ফ্রেমবন্দি হওয়া কেমন ছিল তা দেখেন অনিতা এবং রোহিত।

  • 5/8

ছবির ক্যাপশনে রোহিত লেখেন, 'আমি যে সময় শুধুমাত্র তোমার সান্নিধ্যে কাটিয়েছি, সেই সমস্ত মুহূর্তকে আমি ভীষণ ভালোবাসি। যেখানে কারও দখলদারি নেই। প্রমাণ দেখতে সোয়াইপ করুন।'

  • 6/8

শুধুমাত্র এঁদের ফ্যানরাই নয়, সমীরা রেড্ডি, টিসকা চোপড়া, নিশা রাওয়াল, অদিতি ভাটিয়া, তনাজ ইরানি-র মতো সেলেবাও পোস্ট ভীষণ পছন্দ করেছএন। নানা রিয়্যাকশন এভং ইমোজিতে পোস্টে কমেন্টও করেন তাঁরা।

  • 7/8

যখন অনিতা প্রেগনেন্ট ছিলেন, সে সময়ও নানা ছবিতে স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে রোহিতকে। গত ফেব্রুয়ারি মাসে অনিতা এবং রোহিত প্রথম সন্তানকে স্বাগত জানান।

  • 8/8

অনিতা এবং রোহিত ছেলের নাম রেখেছেন আরভ। খুব মজার পোস্ট করে নামটি শেয়ার করেছিলেন কমেডিয়ান ভারতী সিং। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement