Advertisement

মনোরঞ্জন

Anindita-Sudip Marriage: বিয়ে করলেন টেলি জুটি অনিন্দিতা -সুদীপ! দেখুন সিঁদুরদানের ভিডিও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2022,
  • Updated 6:02 PM IST
  • 1/9

ফের সানাই বাজল টেলিপাড়ায়। বিয়ে করলেন তারকা জুটি অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিনই বাঁধা পড়লেন দু'জনে।

  • 2/9

এদিন আইনী বিয়ের পর, মালাবদল ও সিঁদুর দান হয় অনিন্দিতা -সুদীপের। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন নববধূর কাছের বান্ধবী অভিনেত্রী মানালি দে। ভিডিওতে দেখা যাচ্ছে অনিন্দিতার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিচ্ছেন সুদীপ।

  • 3/9

নব দম্পতি বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন লাল -সাদা রঙ। সুদীপ পরেছিলেন সাদা পঞ্জাবী ও লাল নেহেরু জ্যাকেট। অন্যদিকে অনিন্দিতার পরনে ছিল টুকটুকে লাল রঙা শাড়ি এবং কনট্রাস্ট করে সাদা ব্লাউজ। সঙ্গে ছিল সোনার গয়না ও চুলের খোঁপায় মালা। 


 

  • 4/9

কোভিড পরিস্থিতির জন্যই একেবারে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে সারলেন জুটি। করোনা -ওমিক্রনের জেরে এখনও জারি রয়েছে একাধিক বিধি-নিষেধ। যার জেরেই কোনও রকম ঝুঁকি নিতে চাননি তাঁরা। 

  • 5/9

কাজের সূত্রে দীর্ঘদিনের আলাপ অনিন্দিতা ও সুদীপের। এছাড়া দু'জনেই বড় হওয়া চুঁচুড়ায়। তবে পরিচিতি এবং বন্ধুত্ব থাকলেও, শোনা যাচ্ছে এই জনপ্রিয় টেলি জুটির প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। যদিও দু'জনের সোশ্যাল পেজে বেশ কিছুদিন ধরেই একসঙ্গে ছবি দেখে এই সম্পর্কের কথা আন্দাজ করছিলেন অনেকেই। 
 

  • 6/9

 যদিও কাজ থেকে মাত্র একদিনের ছুটি নিয়েছেন দু'জনে। বিয়ের পরের দিনই যথারীতি ব্যস্ত হয়ে পড়বেন শ্যুটিং ফ্লোরে। সব ঠিক থাকলে হয়তো ফেব্রুয়ারি মাসে পাহাড়েও তাঁরা ঘুরতে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। 

  • 7/9

অন্যদিকে 'তুমি আসবে বলে', 'চ্যাম্পিয়ন', 'কে আপন কে পর', 'কুসুমদোলা'-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সুদীপ। ছোট পর্দার পাশাপাশি তাঁকে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্মেও। সাধারণতন্ত্র দিবসেই মুক্তি পেয়েছে, তাঁর অভিনীত জি ফাইভের ওয়েব সিরিজ 'মুক্তি'। এখানে 'রহমত' চরিত্রে দেখা যাবে তাঁকে।

  • 8/9

অনিন্দিতা ও সুদীপ, দু'জনেই টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। 'ভুতু', 'পটলকুমার গানওয়ালা', 'কে আপন কে পর', 'করুণাময়ী রাণী রাসমণি', 'কাদম্বিনী', 'দেশের মাটি'-র মতো একাধিক ধারাবাহিকে সকলের মন জয় করেছেন অনিন্দিতা। বর্তমানে 'ধুলোকণা' ধারাবাহিকে তিনি অভিনয় করছেন চান্দ্রেয়ী চরিত্রে। 
 

  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম
 

Advertisement
Advertisement