Advertisement

টেলিভিশন

Dadagiri Grand Finale 2022 Photos: নাচ-গান-আড্ডার সঙ্গে বুদ্ধিমত্তার লড়াই! দেখুন 'দাদাগিরি' গ্র্যান্ড ফিনালের আগাম ঝলক

সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 03 Jun 2022,
  • Updated 10:18 AM IST
  • 1/15

শেষ হচ্ছে জি বাংলার 'দাদাগিরি আনলিমিটেড' (Dadagiri Unlimited)-র সিজন ৯ -র যাত্রা। গত মাসেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন হয়েছিল তারকাখচিত গ্র্যান্ড ফিনালে (Dadagiri Grand Finale) অনুষ্ঠান।

 

  • 2/15

নাচ-গান- আড্ডা এবং সেই সঙ্গে প্রতিযোগীদের বুদ্ধিমত্তার লড়াই, সব মিলিয়ে জমজমাট এদিনের অনুষ্ঠান। বলাই বাহুল্য অন্যান্য সিজনের মতো এবারও বেশ কিছু চমক থাকবে দর্শকদের জন্য।
 

  • 3/15

'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি পারফর্মার হয়ে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রূপম ইসলাম।

  • 4/15

টিম 'আয় খুকু আয়' হাজির থাকবে এদিন। এছাড়াও 'এক্স= প্রেম' ছবির প্রোমোশনে থাকবেন সৃজিত মুখোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তীও।

 

  • 5/15

পারফর্মারদের মধ্যে রয়েছেন জি বাংলা পরিবারের সদস্যদের নামও। 
 

  • 6/15

সে তালিকায় রয়েছেন সৌমিততৃষা কুণ্ডু (মিঠাই), অন্বেষা হাজরা (ঊর্মি), শ্বেতা ভট্টাচার্য (যমুনা), রুবেল দাস (সঙ্গীত), দিতিপ্রিয়া রায় (রানী মা)।
 

  • 7/15

জনপ্রিয় 'এক দো তিন' গানের সঙ্গে জমিয়ে নাচবেন 'মিঠাইরাণী'-সৌমিততৃষা। 

 

  • 8/15

বরাবরের মতো, কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসু মঞ্চ মাতিয়ে দেবেন এদিনের বিশেষ পর্বে। 

  • 9/15

উপরি পাওনা হিসাবে দর্শকদের জন্য থাকবে পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌরভের নাচ। তাও কিনা, বলিউড বাদশা শাহরুখ খানের রোম্যান্টিক গানে।
 

  • 10/15

এছাড়াও 'সোহাগ চাঁদ বদনী ধ্বনি'- জনপ্রিয় লোক সঙ্গীতের তালে ডোনা,সৌরভ, প্রসেনজিৎ, দিতিপ্রিয়াকে দেখা যাবে একই সঙ্গে পারফর্ম করতে। 

 

  • 11/15

এদিনের অনুষ্ঠানে জমজমাট গানে মাতিয়ে দেবেন মনোময় ভট্টাচার্য, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজোর মতো শিল্পীরা।

 

  • 12/15

'দাদাগিরি আনলিমিটেড' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শকেরা বিপুল ভাবে এটি উপভোগ করেন। 
 

  • 13/15

শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা।
 

  • 14/15

'দাদাগিরি'-র শেষ সিজন অর্থাৎ সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩ অগাস্ট। এরপর ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়। ফের অগাস্ট মাসে পুরনায় ফ্লোরে ফিরে ১৩ সেপ্টেম্বর হয়েছিল গ্র্যান্ড ফিনালে। 
 

  • 15/15

শেষ সিজনে বিজয়ী জেলা ছিল দার্জিলিং। সিজন ৯-র মূলমন্ত্র -'হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।' আগামী ৫ জুন, রবিবার রাত ৮ টায় সম্প্রচার হবে এই অনুষ্ঠান।  
 

Advertisement
Advertisement