Advertisement

টেলিভিশন

Gouri Elo: কেমন হবে ধর্মপ্রাণ গৌরী ও বিজ্ঞানমনস্ক ঈশানের পথ চলা? আসছে নতুন মেগা...

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Feb 2022,
  • Updated 5:51 PM IST
  • 1/15

২০২১ সালের শেষেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। ২০২২ সালেও আসছে বেশ কয়েকটি সিরিয়াল। সে তালিকায় যোগ হল 'গৌরি এলো'-র নাম। জি বাংলায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।  

  • 2/15

স্বর্ণেন্দু সমাদ্দার ও দীপঙ্কর দে-এর যৌথ পরিচালনায়, স্বর্ণেন্দু ও রুপা বন্দোপাধ্যায়ের যৌথ প্রযোজনায় এবং 'ক্রেজি আইডিয়াস মিডিয়াজ' -এর ব্যানারে আসছে এই মেগা। স্বর্ণেন্দুর পরিচালিত 'আমাদের এই পথ যদি না শেষ হয়' যথেষ্ট পছন্দ করেন দর্শকেরা। তবে নতুন ধারাবাহিক পরিচালনার পাশাপাশি, প্রযোজনায় তাঁর হাতেখড়ি হচ্ছে।  

  • 3/15

পারিবারিক এবং সম্পর্কের গল্প বলবে এই মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন 'দুর্গা দুর্গেশ্বরী' খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায় এবং নবাগতা মোহনা মাইতি। বীরভূমে আউটডোর শ্যুটিং পর্ব মেটার পর স্টুডিওর শ্যুট শুরু হবে বলে আগেই জানা গিয়েছিল।  

  • 4/15

মোহনা, বিশ্বরূপ ছাড়াও এই মেগাতে অভিনয় করছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন (ঋ), চান্দ্রেয়ী ঘোষ, দ্বৈপায়ন দাস, সুমন্ত মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, বোধিসত্ত্ব মজুমদার, অরিন্দল বাগচী সহ আরও অনেকে। এই প্রথমবার জুটিতে অভিনয় করবেন ভাস্বর ও ঋতুপর্ণা। জানা যাচ্ছে এই ধারাবাহিকে ভাস্বর সহ আরও বেশ কয়েকজনের চরিত্রে রয়েছে নেগেটিভ শেডস। 

  • 5/15

আর পাঁচটা মেয়ের থেকে গৌরী একটু আলাদা। রটন্তী কালীপুজোর রাতে দাদু রঘুনাথ পুরোহিত নিজের চোখের সামনে একটা বাসকে দুর্ঘটনায় ঝলসে পুড়ে যেতে দেখে। শুধুমাত্র একটি সদ্যোজাত শিশু বেঁচে যায়। তাকে উদ্ধার করে বৌমা সুজাতার কোলে তুলেচ দেয় রঘুনাথ। শিশুটির নাম রাখা হয় গৌরী। 
 

  • 6/15

শ্বশুর- বৌমা দু'জনেই গৌরীর মায়াভরা মুখটা দেখে চোখের পলক ফেলতে পারেনি সেদিন। শুধু বাবা-নিবারণ আজও গৌরীকে নিজের মেয়ে হিসাবে মেতে নিতে পারেনি।

  • 7/15

চঞ্চল স্বভাবের গৌরী সর্বদা ব্যস্ত -রোজ সকালে দাদুর সঙ্গে মন্দিরে গিয়ে গান গেয়ে মা কালীর ঘুম ভাঙায়। গ্রামের কেউ অসুস্থ হলেও চটজলদি টোটকা দিয়ে তাদের রোগ নিরাময় করতে পারে গৌরী। 

  • 8/15

কালীভক্ত গৌরীর গলায় যে একবার শ্যামা সঙ্গীত শুনেছে, সে আর ভুলতে পারে না। শ্যামা মায়ের সঙ্গে তার যেন রয়েছে আত্মিক টান। 

  • 9/15

অন্যদিক গ্রহ-রত্নের ব্যবসার জন্য পরিচিতি মুখার্জি বাড়ির। তাদের বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে ঘোমটাকালীর মন্দির। জনশ্রুতি আছে, দেবী পার্বতী ও মহাদেবের অংশের মিলনের দিন মায়ের মুখের ঘোমটা সরে যাবে। 

  • 10/15

সেই মন্দিরে রোজ বহু ভক্তের সমাগম হলেও, মুখার্জি পরিবারের ছেলে ডাঃ ঈশানের ঈশ্বরের প্রতি কোনও বিশ্বাস নেই। তার মতে, ধর্ম ও দেবতার নামে আসলে বুজরুকি চলে। তার বিশ্বাস, একমাত্র বিজ্ঞান দিয়ে জগতের সব সমস্যার সবাধান সম্ভব। 

  • 11/15

মুখার্জি পরিবারের সদস্য শৈলজা, নিজেকে দেবীর অংশ বলে প্রতিষ্ঠিত করেছে। রোজ ভক্তেরা এসে তার কৃপা ভিক্ষা করে এবং সেই কৌশলে, ধর্ম নিয়ে ব্যবসায় নেমেছে সে। 

  • 12/15

ঘটনাচক্রে, কাছাকাছি আসে ঈশান -গৌরী। তখনই মায়ের ঘোমটা খুলে যায়। সকলে বিস্মিত হয়ে ভাবতে থাকে এ কোন রহস্য? তাহলে কি তারাই পার্বতী -মহাদেবের অংশ? 
 

  • 13/15

কেমন হবে ধর্মপ্রাণ গৌরী এবং বিজ্ঞানমনস্ক ঈশানের পথ চলা? তা ধীরে ধীরে জানা যাবে ধারাবাহিকে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই মেগা। 
 

  • 14/15

এর আগে 'ডান্স বাংলা ডান্স'-এর ফাইনালিস্ট মেগা দাঁ ডেবিউ করেছেন 'পিলু' ধারাবাহিকে। এবার এই ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করবেন 'ডিবিডি'-র প্রতিযোগী মোহনা। ফিনালে অবধি মোহনা ও তাঁর টিম না পৌঁছালেও, জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে সে। শুধু দর্শকেরা না, মোহনার নাচ পছন্দ করতেন বিচারক -সঞ্চালক সকলেই।   
 

  • 15/15

প্রসঙ্গত, সম্প্রতি টিআরপি-র দৌড়ে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে জি বাংলা। মনে করা হচ্ছে এজন্যেই আসছে নতুন নতুন মেগা। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, আরও এক নতুন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। 'গৌরী এলো' টেক্কা দেবে স্টার জলসার 'আলতা ফড়িং' -র সঙ্গে। 

Advertisement
Advertisement