Advertisement

মনোরঞ্জন

Rubel -Sweta: জল্পনাই সত্যি! বাস্তবেও প্রেম করছেন পর্দার যমুনা- সঙ্গীত, শ্বেতা- রুবেল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Oct 2022,
  • Updated 10:47 AM IST
  • 1/10

ধারাবাহিকের অনস্ক্রিন জুটিরা বহুক্ষেত্রেই রিয়েল লাইফেও জুটিতে পরিণত হয়। এরকমই আরও এক জুটির কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। প্রেম করছেন ছোটপর্দার যমুনা ও সঙ্গীত। 
 

  • 2/10

জল্পনাই সত্যি হল। বাস্তবে সম্পর্কে রয়েছেন অভিনেতা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগে কিছুটা লুকোছাপা করে নিজেদের 'শুধু ভাল বন্ধু' তক্মা দিলেও, বর্তমানে গোপনীয়তা অনেকটা আলগা করেছেন দু'জনেই। পুজোর উদ্বোধন হোক কিংবা পার্টি, যে কেন অনুষ্ঠানে একসঙ্গেই সেখানে হাজির হচ্ছেন জুটি। 

  • 3/10

এমনকি ফ্যামিলি ট্রিপেও একসঙ্গেই যাচ্ছেন রুবেল - শ্বেতা। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তাঁদের ছবি। 

  • 4/10

'যমুনা ঢাকি' শেষ হওয়ার পর অনেকেই মন খারাপ করেছিলেন। তবে এই খবর পেয়ে নিঃসন্দেহে দারুণ খুশি জুটির ফ্যানেরা। সেই প্রমাণ মেলে নেটমাধ্যমেই। 

  • 5/10

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে শ্বেতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন রুবেল। তিনি বলেন, "দু'জনকে দু'জনকে ডেট করছি এ কথা ঠিক, পরিবারের লোকেরাও সবটাই জানে। কিন্তু ওভাবে অফিসিয়ালি প্রেম প্রস্তাব কেউই কাউকে দিইনি। এখন তো সম্পর্ক অনেক ঠুনকো হয়। তাই আমরা গোটা ব্যাপারটার জন্য নিজেদের সময় দিচ্ছি। একে অপরকে চিনছি, বুঝছি ভাল করে।" 
 

  • 6/10

তবে ধারাবাহিকের আগেও একে অপরকে চিনতেন রুবেল- শ্বেতা। অভিনেতার কথায়, "বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুল, ওই একই ডান্স গ্রুপ থেকে আমরা দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তাই ওকে আমি চিনি বহুদিন ধরেই। কিন্তু যমুনাঢাকি করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও একটু বেশি হয়ে গেল।" 
 

  • 7/10

 যদিও প্রেম করলেও এখনই বিয়ে করছেন না তাঁরা। তিনি জানান, "সবটাই তো ভাগ্য, আপাতত দু'জন দু'জনের সান্নিধ্য ভীষণ ভাবে উপভোগ করছি। সেটাই করতে চাই।"

  • 8/10

শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'যমুনা ঢাকি', 'সিঁদুরখেলা', 'জড়োয়ার ঝুমকো'-র মতো একাধিক ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি পেয়েছেন বড় ব্রেক। দেবের 'প্রজাপতি'ছবিতে কাজ করলেন নায়িকা। জি বাংলাতেই আসছে তাঁর নতুন মেগা 'সোহাগ জল'। এই ধারাবাহিকে হানি বাফনার বিপরীতে দেখা যাবে তাঁকে। 

  • 9/10

অন্যদিকে জি বাংলাতেই আসছে রুবেলেরও নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'। এবার পল্লবী শর্মার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। 'যমুনা ঢাকি'-র আগে 'ভানুমতির খেল', 'বাঘ বন্দির খেলা'-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল।

  • 10/10

 সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম  

Advertisement
Advertisement