Advertisement

মনোরঞ্জন

Biswabasu Biswas: জল্পনা উড়িয়ে বিরতির পর নতুন চরিত্রে 'মিঠাই', 'রাসমণি' খ্যাত বিশ্বাবসু

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2021,
  • Updated 8:02 PM IST
  • 1/9

কেন হঠাৎ করে ধারাবাহিক থেকে গায়েব হয়ে গেলেন তিনি, তা নিয়ে ছিল জোর জল্পনা। কিছুদিন আগেও শিরোনামে ছিলেন তিনি। কথা হচ্ছে অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস (Biswabasu Biswas) ওরফে স্যান্ডির। 

  • 2/9

'মিঠাই' (Mithai) ধারাবাহিকে স্যান্ডি ও 'করুণাময়ী রাণী রাসমণি' (Korunamoyee Rani Rashmoni)-র ভূপাল চন্দ্র চরিত্রে সকলের মন জয় করেছেন বিশ্বাবসু। বাংলা ছোট পর্দার তিনি অত্যন্ত পরিচিত মুখ। 

  • 3/9

আচমকা ধারাবাহিক ছেড়ে দেন তিনি। অনুরাগীরা নেটমাধ্যমে বিভিন্ন চর্চা শুরু করেন। জল্পনা শোনা যায়, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের জেরেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

  • 4/9

আরও একটি গুঞ্জন ওঠে। আদৃত রায় অর্থাৎ 'মিঠাই' -র সিদ্ধার্থর সঙ্গে মন কষাকষির জন্য নাকি তিনি ইতি টানেন সিরিয়ালে অভিনয়ের। যদিও কিছুদিন পরেই আদৃতর ফার্ম হাউজে 'মিঠাই' ফ্যামিলির পার্টিতে যোগ দেন তিনি। 
 

  • 5/9

এর আগে 'ওগো নিরুপমা' -র নিরুপমা অর্থাৎ অভিনেত্রী অর্কজা আচার্যর সঙ্গে বিশ্বাবসুর সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। কিন্তু শোনা যায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তবে তিনি ধারাবাহিক থেকে ছুটি নেওয়ার পর এক ফ্যানপেজে জল্পনা ছড়ায়, অর্কজার সঙ্গে চুপিচুপি বিয়ে সেরেছেন অভিনেতা। 

  • 6/9

মাঝে দীর্ঘদিনের একটা ব্রেক নিয়ে ফের কাজে ফিরলেন বিশ্বাবসু। তবে এবার তিনি অভিনয় করলেন জি বাংলার বিরোধী চ্যানেল স্টার জলসায়। 

  • 7/9

ভক্তিমূলক ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠে' এবার বিপ্লবী অরবিন্দ ঘোষের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। যদিও এখানে তিনি ক্যামেও চরিত্রে অভিনয় করছেন। নিজের সোশ্যাল পেজে, নিজেই এই সুখবর দেন বিশ্বাবসু। 
 

  • 8/9

তবে ঠিক কোন কারণে তিনি ধারাবাহিক ছেড়েছিলেন তা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা। এমনকি দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর যে শুরু বন্ধুত্বের সম্পর্ক একথাও বারবার জানিয়েছেন তিনি। 
 

  • 9/9

দর্শকেরা আশাবাদী ফের তাঁকে নিয়মিত ছোট পর্দায় দেখা যাবে এবার, অন্য কোনও চরিত্রে। (সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক ও ইন্সটাগ্রাম)
 

Advertisement
Advertisement