Advertisement

মনোরঞ্জন

Dhrubo-Tonni on Pushpa Song: ট্রেন্ডে গা ভাসালেন সোম- তোর্সা! 'পুষ্পা'-র গানে জুটির রসায়ন দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2022,
  • Updated 12:41 PM IST
  • 1/10

বাংলা ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' গুটি গুটি পায়ে যত এগোচ্ছে, ততই দর্শকদের মনের কাছে আরও একধাপ করে যেন এগিয়ে যাচ্ছে। টিআরপি তালিকাতেও শীর্ষেই থাকে এই মেগা। 
 

  • 2/10

ধারাবাহিকে মিঠাই -সিড, শ্রী -রাতুল, নীপা -রুদ্র জুটির মতো আরও একটি জুটি কিন্তু খুবই জনপ্রিয়। তা হল তোর্সা ও সোমের জুটি। এই জুটির ফ্যানেরদের সংখ্যাও নেহাতই কম না, আর সে প্রমাণ মেলে জুটির ফ্যানক্লাব ও সোশ্যাল পেজ দেখে। অন্যান্য তারকা জুটির মতো তাঁদেরও একত্রে নাম হয়েছে- 'সোর্সা', 'সোমসা'।
 

  • 3/10

নিজ নিজ স্বার্থে, ধারাবাহিকে হঠাৎই বিয়ে করে সোম- তোর্সা। সোম তাঁর স্ত্রীকে ভালোবাসলেও, তোর্সা অর্থাৎ টেস কিন্তু এখনও সিডের প্রেমেই মত্ত। সোমকে স্বামী বলেও মানে না সে। উল্টে বদ বুদ্ধি দিয়ে মোদকদের ব্যবসা থেকে আলাদা করার পাশাপাশি পরিবারের থেকেই দূর করতে চায় সে। 
 

  • 4/10

এ তো গেল, রিল লাইফের কথা। রিয়েল লাইফেও কিন্তু অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার এবং তন্বী লাহা রায় একে অপরের ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা। 
 

  • 5/10

দক্ষিণ ভারত তো বটেই, এমনকী পশ্চিমবঙ্গেও সুপার-ডুপার হিট 'পুষ্পা' চুটিয়ে ব্যবসা করেছে। ছবির গানগুলিও যথেষ্ট হিট। আর সেই ট্রেন্ডিং গানগুলিতেই গা ভাসাছেন টেলি-টলি তারকা থেকে নেটিজেনরা। বাদ গেলেন না সিডের 'বৌদিমনি' এবং দাদাও। 
 

  • 6/10

সম্প্রতি 'পুষ্পা'-র গানে জমিয়ে নেচে একটি ইন্সটা রিলস শেয়ার করেছেন দু'জনেই। আর সেখানেই ধরা পড়ছে তাঁদের দারুণ রসায়ন। যা দেখে একপ্রকার চক্ষু ছানাবড়া নেটিজেনদের।
 

  • 7/10

গোলাপি শিফন শাড়ির সঙ্গে ম্যাচিং স্প্যাগেটি ব্লাউজ পরেছে তোর্সা, সঙ্গে রয়েছে মানানসই গয়না। একেবারে মোহময়ী লুকে সকলেরই নজর কাড়ছেন তিনি। অন্যদিকে সোমের পরনে রয়েছে পাজামা - পঞ্জাবি। সম্প্রতি ধারাবাহিকে রাতুল ও শ্রীয়ের দ্বিতীয়বার বয়ে দেখানো হয়েছিল। তোর্সা -সোমের পোশাক দেখে বোঝাই যাচ্ছে সেদিনের শ্যুটিংয়ের ফাঁকেই এই রিলস বানিয়েছেন তাঁরা। 
 

 

  • 8/10

এর আগেও বিভিন্ন ধারাবাহিকের ক্ষেত্রে দেখা গেছে, দুই নেগেটিভ চরিত্রে হাত মিলিয়ে এক হয়েছেন। এমনকী তাঁদের বিয়ে করার দৃষ্টান্তও মিলেছে। 'মিঠাই' -তেও এর অন্যথা হয়নি। 

  • 9/10

 যদিও সোম চরিত্রটি সম্পূর্ণ নেগেটিভ না হলেও, কিছু নেগেটিভ শেডস আছে। তবে বর্তমানে তাঁর চরিত্রটি ভালই দেখনো হচ্ছে। উল্টো দিকে তোর্সা হাত মেলাবে মোদকদের সবচেয়ে বড় শত্রু ওমি আগরওয়ালের সঙ্গে।  

  • 10/10

তবে শেষমেশ গল্প কোন দিকে এগোয়, তা সময়ই বলবে... প্রসঙ্গত, রেটিং চার্টে গত পয়তাল্লিশ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে রয়েছে জি বাংলার 'মিঠাই'। নিজের স্থান ধরে রাখলেও, আগের মতো দশের কোটা পেরতে পাচ্ছে না এই মেগা। গত সপ্তাহে 'মিঠাই'-র প্রাপ্তি ১০.৫। 

Advertisement
Advertisement