Advertisement

মনোরঞ্জন

Monalisa: বিকিনিতে 'ঝুমা বৌদি', বর্ষায় উষ্ণতা চরমে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 18 Jul 2021,
  • Updated 3:44 PM IST
  • 1/8

ভোজপুরী ছবিতে তিনি সুপারস্টার। তবে আদপে বাঙালি মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস কিন্তু অন্তর থেকে এখনও বাঙালিই রয়েছেন।

  • 2/8

দুপুর ঠাকুরপো-র দ্বিতীয় সিজনে ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে তিনি পৌঁছে গিয়েছিলেন প্রতি ঘরে। হটনেস কোশেন্টে তিনি অনেককেই মাত দিতে পারেন।

  • 3/8

সোশাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্ট করা ছবি কিন্তু সে দিকেই ইশারা করছে। অলিভ সবুজ রঙের বিকিনিতে সুইমিং পুলের পাশে বর্ষা ভেজা আমেজে দেখা দিলেন মোনালিসা।

  • 4/8

ছবি শেয়ার করে মোনালিসা ক্যাপশনে লেখেন, 'ব্যস্ত জীবন ক্ষণিকের জন্য ভুলে যান... এখন খানিকটা রিল্যাক্স করার সময়।' ছবিতে রিয়্যাক্ট করেছেন মোনালিসার স্বামী বিক্রান্ত সিং।

  • 5/8

এর আগেও মোনালিসার শেয়ার করা বিকিনি ছবি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে। কখনও স্যুইম স্যুটেও অসাধারণ অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী।

  • 6/8

ভোজপুরী ছবি ছাড়াও হিন্দি ধারাবাহিকেও এখন নিয়মিত অভিনয় করছেন তিনি। এ ছাড়া বাংলা ওয়েব সিরিজে আগেই মুখ দেখিয়েছেন।

  • 7/8

একটি সাক্ষাৎকারে মোনালিসা জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্য হলে তিনি বাংলায় ফের কাজ করতে আগ্রহী। ভোজপুরী, বাংলা, তামিল, কন্নড়, তেলুগু এবং ওড়িয়া ভাষায়ও তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। আপাতত হিন্দি ধারাবাহিক নমক ইশ্ক কা-তে অভিনয় করছেন তিনি।

  • 8/8

বিগ বস ১০-এর ঘরেও তিনি প্রতিযোগী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। সেখানেও যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী।

Advertisement
Advertisement