বাংলা মেগা ধারাবাহিকের সম্ভারে আরও একটি নতুন ধারাবাহিক যুক্ত হচ্ছে ২৩ অগাস্ট সোমবার রাত ৮টা থেকে। ধারাবাহিকের নাম সাগরজ্যোতি।
নাম ভূমিকা অর্থাৎ সাগর এবং জ্যোতির ভূমিকায় দেখা যাবে রাহুলদেব বসু এবং নবনীতা মালাকারকে।
সম্প্রতি মধ্যকলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল ধারাবাহিকের আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকল শিল্পীরা। বহু চরিত্র নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিকটি।
গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন চান্দ্রোয়ী ঘোষ, বিকাশ ভৌমিক, কল্যাণী মণ্ডল, আইভি বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা, সৌমক বসু, সায়ন্তনী মল্লিক, রূপসা মণ্ডল, অনন্যা সেনগুপ্ত প্রমুখ
এন্টার টেন বাংলা (E10 বাংলা) চ্যানেলে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। প্রতি রাত ৮টায়।
চ্যানেল এবং নির্মাতাদের আশা নতুন ধারাবাহিকটি দর্শকরা পছন্দ করবেন এবং ভালোবাসায় ভরিয়ে দেবেন।
ধারাবাহিক আবর্তিত হবে মূল দুই চরিত্রকে ঘিরে। সাগর এবং জ্যোতি।
সাগর একজন সফল ব্যবসায়ী। তাঁকে রোল মডেল করে জীবনে এগিয়ে যেতে চায় জ্যোতি। এটা নিয়েই দুই পরিবার এবং সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।
একে একে সমস্ত চরিত্ররা আত্মপ্রকাশ করবেন ধারাবাহিকে। চান্দ্রেয়ী ঘোষ অভিনয় করবেন সাগরের সৎ মায়ের ভূমিকায়।
শিল্পীদের অনেকেই এর আগে বহু ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।
ছবি সৌজন্য চ্যানেল এন্টার টেন কর্তৃপক্ষ