Nia Sharma in Goa: টিভি অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma) নিজের ফ্যাশন সেন্সের জন্য সব সময় চর্চায় থাকেন। এ কথা বলার কোনও অপেক্ষা রাখে না। পোশাক পছন্দের ব্যাপারে তাঁর বিশেষ গুণ রয়েছে। ড্রেসিং স্টাইল, বোল্ড মেক আপ ভক্তরা অত্যন্ত পছন্দ করেন।
সাম্প্রতিক সময়ে তাঁকে (Nia Sharma) দেখা গিয়েছে বিকিনি পরে বেশ কিছু ছবি শেয়ার করতে। আসুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নিই। কোথায় গিয়েছিলেন তিনি আর কী করলেন জেনে নেব আমরা।
তিনি (Nia Sharma) দিন কয়েকের ছুটিতে পৌঁছে গিয়েছিলেন গোয়ায়। সেখানে সমুদ্র সৈকত উপভোগ করেন। ভক্তদের সে কথা জানিয়েছেন। নিয়া শর্মা বিকিনি পরেছিলেন। পেস্টাল পিঙ্ক রঙের বিকিনি পরে দেখা গিয়েছে তাঁকে। আর তারপর তাঁর ছবি দেখে হইহই নেট মাধ্যমে।
বলা হয় গরমের সময় এরকম রঙের পোশাক পরা বেশ আরামদায়ক। আর তিনি (Nia Sharma) আবারও নিজের পোশাক বেছে নিতে ভুল করেননি। তাকে দেখা গিয়েছে সমুদ্রের ধারে রিলাক্সড মুডে।
ছবির ক্যাপশনে তিনি (Nia Sharma) লিখেছেন, ক্ষতি করে, আমি কিন্তু তাদের দলের মধ্যে নেই।
তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্য়াক্টিভ, এ কথা তার ভক্তরা সকলেই জানেন।
তাঁর (Nia Sharma) গ্ল্যামারাস সব ছবি সব সময় টক অফ দা টাউন থাকে। দিন কয়েক আগে তিনি ব্রা ছাড়া কিছু ছবি শেয়ার করেছিলেন। আর তারপর তাই নিয়ে হিল্লোল উঠেছিল। তুমুল চর্চা আলোচনা হয়েছিল সেই ব্যাপার নিয়ে।
সেখানে তাঁকে (Nia Sharma) দেখা গিয়েছিল কোন ইনারঅয়্যার ছিল না। কেবল পিঙ্ক বোতামছাড়া স্ক্রাপ জ্যাকেট পরা। আর সেইসঙ্গে ব্রাইট জিন্স।
তবে ঘটনা হল নিয়ার শর্মার ওই সিজলিং লুকের জন্য তিনি যেমন ভক্তকুলের একাংশের মধ্যে প্রশংসিত হয়েছেন, তেমনই অনেকে আবার তাঁকে ট্রোলও করতে শুরু করে দিয়েছেন।
নিয়া নিজের বক্তব্যের জন্য অনেক সময় খবরে চলে আসেন। সম্প্রতি তিনি এক ইন্টারভিউয়ে তারকাদের ছেলেমেয়েদের নিয়ে কিছু মন্তব্য করেছেন। আর তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেছিলেন, তাঁর মধ্যে এমন কিছু নেই যা শানদার। এর পাশাপাশি উনি দর্শকদের প্রশ্ন করেছিলেন যে যদি তাঁদের পদবি উঠিয়ে একপাশে রেখে দেওয়া হয়, তা হলে কি তারকাদের সন্তানদের ফের বড় পর্দায় দেখা যেত পছন্দ করবেন? নিয়া শর্মা বলেছিলেন কারও ভেতরে এমন শক্তি এসে গিয়েছে যে তিনি বলছেন তিনি বলিউডে যাওয়ার মতো প্রস্তুত নন।
এবার আপনি যখন কোনও বলিউডের স্টার কিডকে দেখেন, তখন কি মনে হয় তারা প্রস্তুত, প্রশ্ন তার। ওদের কি বড় পর্দায় অ্যাকটিং করা ঠিক? আমাকে মাফ করে দেবেন। তবে আমার কথা বলাটা খুবই দরকারি। আমি বলিউডে যাওয়ার জন্য তৈরি কিনা, আমাকে কেমন দেখায়, আমাকে কেমন দেখানো উচিত আমার শরীরের গঠন কেমন হবে, তা আপনাকে বলতে আমি বাধ্য নই।