Advertisement

মনোরঞ্জন

Rahul- Rooqma: ফ্রেমবন্দি রাজা -মাম্পি! জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার আবদার 'রাম্পি' ফ্যানদের

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Dec 2021,
  • Updated 4:41 PM IST
  • 1/10

গত ৩১ অক্টোবর সম্প্রচারিত হয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'দেশের মাটি' -র শেষ পর্ব। যাদের পছন্দের তালিকায় ছিল এই মেগা, তারা তো দুঃখ পেয়েছেন বটেই, সেই সঙ্গে সবচেয়ে মন খারাপ হয় 'রাম্পি' ফ্যানদের। 

  • 2/10

'রাম্পি' জুটি ছোট পর্দায় একেবারে হিট। এই দুই চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। পর্দার বাইরেও দু'জনেও খুব ভাল ভাল বন্ধু তাঁরা। 

  • 3/10

রাহুল ও রুকমার অভিনয় দেখে, কিছু মুহূর্তের জন্যে রিল না রিয়েল তা গুলিয়ে যেত বহু দর্শকদের। অনেকেই আলোচনা করতে শুরু করেন, তাহলে কি রিয়েল লাইফেও কিছুটা অন্তরঙ্গ হচ্ছেন দু'জনে? তবে সামাজিক মাধ্যমে দু'জনেই বারবার সাফ জানিয়েছেন, তাঁরা 'শুধু ভাল বন্ধু'। 

  • 4/10

সম্প্রতি ফের একসঙ্গে সময় কাটালেন এই দুই বন্ধু। আর সেই ছবি সোশ্যাল পেজেও শেয়ার করেছেন দু'জনেই। বেজায় খুশি 'রাম্পি' ফ্যানরা ভালোবাসায় ভরিয়েছেন কমেন্ট বক্স। 

 

  • 5/10

কেউ লিখেছেন, "কতদিন পর দু'জনকে দেখলাম একসঙ্গে।" তো কেউ আবার লিখেছেন, "তোমাদের কবে আবার অনস্ক্রিন জুটিতে দেখতে পাবো..?" রাজা -রুকমার কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় কতটা ভালোবাসা আদায় করে নিতে পেরেছেন দর্শকরা।  

 

  • 6/10

ধারাবাহিক চলাকালীন, দু'জনে প্রায়ই লাইভে এসে অনুরাগীদের সঙ্গে গল্প করতেন। 'দেশের মাটি' শেষের ঠিক আগেও, আবেগপ্রবণ হয়ে পড়েন দু'জনে। রাহুল বলেন, "অনেক দাবী আসছে আমি আর রুকমা আবার জুটিতে কাজ করবো কিনা? এটা হলে আমাদের থেকে খুশী কেউ হবে না।"
 

  • 7/10

তিনি আরও বলেন, "বিশ্বাস করুন আমি এই পাগলীটাকে যে কতটা ভালোবাসি...আর ওকে রোজ দেখতে পাবো না, শ্যুটিংয়ে এসে, এটা ভাবলেই আপনাদের যেমন মন খারাপ হচ্ছে, আমিও ওকে খুব মিস করবো..."  অন্যদিকে নেটাজেনরাও জানান দিলেন তাঁরা কতটা মিস করবেন 'রাম্পি'কে, তথা 'দেশের মাটি' ধারাবাহিকটিকে। 
 

  • 8/10

ধারাবাহিক শেষের পর নিয়মিত প্রিয় জুটিকে দেখতে পান না বলে, ভারাক্রান্ত নেটিজেনদের একাংশের। বিশেষত 'রাম্পি' ফ্যানদের। বিভিন্ন ফ্যান ক্লাবে এই জুটির ছবি, ভিডিও আজও শেয়ার হয়। 

 

  • 9/10

প্রসঙ্গত, সম্প্রতি শ্যুটিং চলাকালীন আহত হন রাহুলের প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পায়ে অস্ত্রোপচার হয় তাঁর। খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রাহুল। অনেকে আবার কমেন্ট বক্সে সেজন্যে জিজ্ঞাসা করেন, "প্রিয়াঙ্কাকে হাসপাতালে দেখতে,একসঙ্গে গিয়েছিলেন রাহুল -রুকমা কিনা?" 
 

  • 10/10

জানা যায়, আসলে একটি সাক্ষাৎকার দিতে একসঙ্গে গিয়েছিলেন 'রাম্পি'। কাজ শেষে স্টুডিওর বাইরে সেই মুহূর্ত অনুরাগীদের জন্য লেন্সবন্দি করেন তাঁরা। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

Advertisement
Advertisement