Advertisement

টেলিভিশন

Rath Yatra 2021: রথযাত্রা উদযাপন তিন ধারাবাহিকে! আসছে জমজমাট পর্ব

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 10 Jul 2021,
  • Updated 12:47 PM IST
  • 1/13

 লকডাউনের জেরে দীর্ঘদিন টেলিপাড়ায় চলেছে 'শ্যুট ফ্রম হোম'। সেই সঙ্গে ছিল নানা সমস্যা। শেষমেশ জট কিছুটা কাটিয়ে ফের শুরু হয়েছে শ্যুটিং। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। 

  • 2/13

আগামী ১২ জুলাই, সোমবার রথযাত্রা (Rath Yatra)। দেশের বিভিন্ন প্রান্তে জাকজমক করে উদযাপন হয় এই উৎসবের। জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার পুজো করে নিষ্ঠা করে পালন করা রথ উৎসব। 
 

  • 3/13

বাঙালিদের জন্যেও এই রথ যাত্রা খুবই স্পেশাল। তাই জি বাংলা তার দর্শকদের জন্য নিয়ে আসছে রথযাত্রার  বিশেষ পর্ব। 'মিঠাই' (Mithai), 'অপরাজিতা অপু' (Aparajita Apu) ও 'কৃষ্ণকলি' (Krishnokoli)- এই তিন জনপ্রিয় ধারাবাহিকে আসতে বিশেষ পর্ব। 
 

  • 4/13

টানা ষোলো সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে স্থানে রয়েছে 'মিঠাই'। এদিকে চলছে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ডিভোর্সের মামলা। ম্যারেজ কাউন্সিলরের কাছে গিয়ে রেগে ফিরে এসেছে সিড। 
 

  • 5/13

অন্যদিকে রাতুল ফিরে এসে বন্ধুত্ব করেছে শ্রীতমার সঙ্গে। তাঁরা সকলের সামনে স্বামী স্ত্রীয়ের মতোই থাকবে বলে সিদ্ধান্ত নেয়। ফের বিদেশে চাকরীর চেষ্টা করছে রাতুল। 

  • 6/13

 চাপে পরে আদালতে সিদ্ধার্থকে ডিভোর্স দেওয়ার কথা জানাবে মিঠাই? কী হবে এরপর? মনোহরাতে রথযাত্রার আয়োজন করা হবে। সেজে উঠবে গোটা বাড়ি। দাদু হঠাৎ বলে বসবেন সিদ্ধার্থর বন্ধু রুডির সঙ্গে মিঠাইয়ের বিয়ে দেবেন এবার তিনি। 
 

  • 7/13

এই কথা শুনে প্রতিক্রিয়া দেয় সিদ্ধার্থ। সে জানায় 'এটা হতে পারে না, মিঠাই এখনও বিবাহিত।" সম্ভবত 'তুফান মেইল' ও তাঁর 'উচ্ছেবাবু'কে আলাদা না করার প্ল্যান ছকেছেন দাদু ও রুডি। আগামী ১২ জুলাই হবে এই বিশেষ পর্ব। 

  • 8/13

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম তিনেই থাকছে 'অপরাজিতা অপু'। আগামী ১২ জুলাই হবে এই ধারবাহিকের এক ঘণ্টার বিশেষ পর্ব। 
 

  • 9/13

উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া রথযাত্রায় প্রতি বছর ঝগড়া- অশান্তি, রেষারেষি লেগেই থাকে। আর এই নিয়ে সমস্যার শেষ থাকে না। 

  • 10/13

 তবে এই বছর সেই সমস্যার সমাধান করবে অপু। দুই পাড়ার মিল করাবে সে। উদযাপন হবে বিশেষ রথযাত্রা উৎসব। 

  • 11/13

 দর্শকদের আরেক পছন্দের ধারাবাহিক 'কৃষ্ণকলিতে'ও উদযাপন হবে রথযাত্রা। চৌধুরী বাড়িতে সকলে মিলে করবেন আয়োজন। 

  • 12/13

তাঁর মাঝেই নিখিলের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে শ্যামা। সেই সঙ্গে আসল অপরাধী কে, তা নিয়ে চলছে সকলের মনে প্রশ্ন। আগামী ১২ জুলাই হবে এই পর্ব।

  • 13/13

এই বছর করোনা অতিমারীর জন্য বিশেষ ভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে না রথযাত্রা উৎসব। হচ্ছে না রথের মেলাও। দর্শকদের বাড়িতে বসেই বিনোদনের প্রচেষ্টায় এই উদ্যোগ চ্যানেলের।     

Advertisement
Advertisement