গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রিমলি'। কৃষক পরিবারের মেয়ে রিমলি, ক্ষেতের কাজ করেই দুবেল দু-মুঠো অন্ন জোগাড় করতো। এরপর ঘটনাচক্রে তাঁর বিয়ে হয় উদয় মুখার্জির সঙ্গে।
ধনী ও প্রভাবশালী মুখার্জি পরিবারে এসে নানা উপেক্ষা ও চ্যালেঞ্জের মুখোমুখি তাঁকে হতে হচ্ছে প্রতিদিন। তাও লড়াইটা চালিয়ে যাচ্ছে হাসি মুখে।
সম্প্রতি গেল ১৫ বৈশাখ। আর এবার মুখার্জি পরিবারে রবীন্দ্রজয়ন্তী পালন করবে রিমলি। নাচে- গানে জমজমাট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদয়কে তাঁর ছেলেবেলা ফিরিয়ে দেবে সে।
লাল পাড়- সাদা শাড়ি, মাথায় জুঁই ফুলের মালা, সোনার গয়না পরে রবি ঠাকুরের জন্মদিন পালন করবে রিমলি।
এদিকে তাঁর গ্রামের বাড়িতে ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী পালনের অনেক স্মৃতি রয়েছে। শহরে এসেও পঁচিশে বৈশাখের দিন নিজের গ্রামের কথা বার বার মনে পড়ছে তাঁর।
তাঁর বাবা যখন বেঁচে ছিলেন, কীভাবে নাচ, গান, কবিতায় গুরুদেবকে স্মরণ করত, সেই স্মৃতিচারণ করে সে।
অন্যদিকে আবার প্রতীককে সাবধানবাণী দেওয়া সত্ত্বেও রিমলিকে উত্যক্ত করে সে। সকলের সামনে কী এবার তাঁর পর্দা ফাঁস করতে পারবে রিমলি?
নিজের সন্মান বাঁচাতে ঠিক কতদূর যেতে পারবে সে? রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানই বা কীভাবে নেবেন তানিশা মুখার্জি?
আগামী দু'দিন 'রিমলি'-তে হবে কবি প্রণাম পর্ব। সেই সঙ্গে থাকবে টানটান উত্তেজনা। ১৪ ও ১৫ মে সন্ধ্যা ৬টায় জি বাংলায় দেখা যাবে এই পর্বগুলি।