Advertisement

মনোরঞ্জন

Rubina Dilaik: বিগ বস খ্যাত রুবিনা দিলাইককে 'হৃদয়ের রানি' বললেন ফ্যানরা

  • 17 Apr 2022,
  • Updated 10:54 AM IST
রুবিনা দিলাইক
  • 1/8

টিভি অ্যাক্ট্রেস রুবিনা দিলাইক কখনও নিজেদের ফ্যান্সদের হতাশ করেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি যাঁরা এগিয়ে থাকেন, তাঁদের মধ্যে সর্বাগ্রে রুবিনা দিলাইক। ফ্যানেরা সিজলিং ছবির জন্য সবসময়ই অপেক্ষা করে থাকেন।

  • 2/8

হট রুবিনা টিভির কন্ট্রোভার্শিয়াল শো বিগ বস-ফোরে বিজয়ী ছিলেন। তখন থেকেই তিনি ফ্যাশনের বিষয়ে নিজেকে অনেক আপগ্রেড করেছেন। এবং তার গরমাগরম ছবি ভক্তদের কাছে পরম পাওনা বলে প্রমাণিত হয়েছে।

  • 3/8

রুবিনা দিলাইক খুব ভালোভাবেই জানেন যে তাঁকে সেন্সুয়াল ড্রেস, বিকিনি এবং ড্রেসেস কীভাবে ক্যারি করতে হবে। সম্প্রতি রুবিনা দিলাইক নিজের ব্লু থাইহাই স্লিটট ড্রেসে নিজেকে সর্বসমক্ষে মেলে ধরেছেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

  • 4/8

এই পোশাকে তাঁকে অত্যন্ত সুন্দরী লাগছে। রুবিনা দিলাইক এর এই ফটো খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ফ্যানেরা তার গ্ল্যামারাস অবতার দেখে কমেন্ট সেকশনে বাঁধ ভেঙে দিয়েছেন। রুবিনার আউটফিটের যদি কথা বলি তাহলে তিনি ব্লু কালারের গাউন পড়েছেন যার ওপর গলায় থেকে নিয়ে হাত পর্যন্ত বিডস লাগানো রয়েছে।

  • 5/8

রুবিনাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। তাঁর লম্বা ট্রেডিশনাল বিনুনি তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নুড মেকআপ এর সঙ্গে তিনি কানে উভস পরেছেন। এখনও পর্যন্ত রুবিনার এই ফটো আড়াই লাখের বেশি লাইক এবং শেয়ার হয়ে গিয়েছে।

  • 6/8

এক fan রিয়্যাক্ট করে লিখেছেন যে আপনি আমাদের হৃদয়ের রানী এ বিষয়টি তো পাকা। এ ছাড়াও হিনা খান এবং নিক্কি তাম্বোলিও কমেন্ট করে লাল রঙের হট ইমোজি শেয়ার করেছেন।

  • 7/8

এর আগে রুবিনা বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছিলেন। মালদ্বীপে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সবচেয়ে বেশি অ্যাক্ট্রেস-এর বোল্ড এবং ছবি সামনে এসেছে। রুবিনা তাঁর স্বামী অভিনব-র সঙ্গে কাছ থেকে ব্রেক নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখা গেছে তাঁকে।

 

  • 8/8

ফটো সৌজন্য @ রুবিনা দিলাইক ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement