Advertisement

মনোরঞ্জন

Siddarth Shukla: শেষকৃত্য সম্পন্ন হল সিদ্ধার্থ শুক্লার! কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Sep 2021,
  • Updated 6:05 PM IST
  • 1/9

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Siddarth Shukla)। মুম্বইয়ের কুপার হাসপাতাল (Cooper hospital) থেকে খবরটি নিশ্চিত করা হয়। জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' (Big Boss) -র সিজন ১৩ -তে বিজয়ী হয়েছিলেন তিনি। 
 

  • 2/9

মৃত্যুকালে সিদ্ধার্থর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। এমনকী এখনও খবরটি মেনে নিতে পারছেন না তাঁর অসংখ্য অনুগামীরা। 

  • 3/9

শুক্রবার ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হল সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য। হাজির ছিলেন বহু তারকা সহ তাঁর গুণমুগ্ধরা। সেখানে পৌঁছান সিদ্ধার্থর বিশেষ বন্ধু শেহনাজ গিল (Shehnaaz Gill) ও তাঁর ভাই শাহবাজ। 

  • 4/9

বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শেহনাজকে। গাড়ির ভিতরে তাঁর ভাই শক্ত করে ধরে রাখেন তাঁর হাত। অভিনেত্রীকে এই রূপে দেখলে যে কোনও কারও মন ভাঙবে। 
 

  • 5/9

শ্মশানে পৌঁছাতেই তাঁকে পাপারাৎজিরা ঘিরে ধরেন কিন্তু কোনও কথা ব্লার মতো অবস্থায় ছিলেন না শেহনাজ। সিদ্ধার্থর মৃত্যু খবর পাওয়া মাত্রই শ্যুটিং বন্ধ করেন দেন তিনি। এমনকী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন বলে খবর। 

  • 6/9

বৃহস্পতিবার প্রায় সারাদিন সিদ্ধার্থ শুক্লার বাড়িতে, তাঁর পরিবারের সঙ্গেই ছিলেন শেহনাজ গিল। এদিন তাঁর পরনে ছিল সাদা - লাল সালোয়ার কামিজ। চোখে মুখে ক্লান্তি, একেবারে শোকাচ্ছন্ন। 
 

  • 7/9

'বিগ বস ১৩' থেকেই শেহনাজ - সিদ্ধার্থর বন্ধুত্ব গভীর হয়। একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও কাজ করেন তাঁরা। এরপর শোনা যায় সম্পর্কে রয়েছেন এই জুটি। এমনকী অনুরাগীরা তাঁদের জুটির নাম দেন 'সিডনাজ'। 

  • 8/9

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি 'সিডনাজ'। তাঁরা এই সম্পর্কের নাম দেন শুধুই 'বন্ধুত্ব' বলে। তবে অভিনেতার অকস্মাৎ মৃত্যুতে মন ভেঙেছে 'সিডনাজ' ফ্যানদের। 

  • 9/9

শ্মশানে দেখা যায় সিদ্ধার্থ শুক্লার মা ও দিদিকেও। আপনজনকে হারিয়ে তাঁরাও একেবারেই ভেঙে পড়েছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে স্পষ্ট। 

Advertisement
Advertisement