Advertisement

টেলিভিশন

Sonam Arora : ছিল না খাবারের পয়সা, Casting Couch-এর মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে

Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Aug 2021,
  • Updated 10:23 PM IST
  • 1/8

জনপ্রিয় অনুষ্ঠান শক্তি অস্বিত্ব কে এহসাস কী (Shakti Astitva Ke Ehsaas Ki)-র চেনা মুখ তিনি। সোনম আরোরাকে সেখান থেকে আলাদা করা যায় না। কী করে উঠে এলেন সাফল্যের শীর্ষে জানালেন সে কথা। কী দিনই না দেখতে হয়েছে তাঁকে। এসেছে হাজার হাজার বাধা-বিপত্তি। তবে তিনি মোটেই দমে যাননি। বরং সেগুলিই যেন হাতিয়ার করে নিয়েছেন নিজের সাফল্যের পথে। তিনি জানিয়েছেন, এক সময় খাবার খাওয়ার পয়সা ছিল না। আদজ সে সব দিন দূরে সরিয়েছেন। এগিয়েছেন অনেকটাই। 

  • 2/8

কেমন ছিল শক্তি অস্বিত্ব কে এহসাস কী (Shakti Astitva Ke Ehsaas Ki)-র অভিনেত্রী সোনম অরোরা (Sonam Arora)-র লড়াই, আসুন জেনে নেওয়া যাক। তিনি বলেন, আমার মা-বাব সবসময় আমাকে খুব সাহায্য করেছেন। আমি ছেলেবেলায় বুগি উগি-তে যোগ দিয়েছিলাম। আমার মা-বাব সব সময় আমার সঙ্গেই ছিলেন। 

  • 3/8

সোনম আরোরা (Sonam Arora) আরও বলেন, আমার সঙ্গে আমার মা মুম্বই এসেছিলেন। দিল্লিতে আমি বেশ আরামেই ছিলাম। তবে এখানে মানে মুম্বইয়ে কে না স্ট্রাগল করে।

  • 4/8

তিনি আরও বলেন, আমার না তো ছিল কোনও গডফাদার, আমি চলে এসেছিলাম একেবারে অজানা জায়গায়, আর পথ দেখানোরও কেউ ছিল না। 

  • 5/8

নিজের অভিজ্ঞতা সম্পর্কে আরও জানান সোনম অরোরা। তিনি বলেন, প্রথম দিকে কাজ পাইনি। তবে আমাকে তো অভিনয় করতেই হত। এটাই ঠিক করে নিয়েছিলাম। সব কিছু খুব ধীরে চলছিল। আমি ছোটখাটো রোলে অভিনয় শুরু করে দিই। এমনও দিন গিয়েছে, যেদিন আমি ১-২ হাজার টাকা কামিয়েছি।

  • 6/8

খারাপ কিছু ঘটনার কথা মনে করেন শক্তি অস্বিত্ব কে এহসাস কী (Shakti Astitva Ke Ehsaas Ki)-র অভিনেত্রী সোনম অরোরা (Sonam Arora)। কাস্টিং কাউচ। হ্য়াঁ, সে ব্যাপারে জানান। বলেন, অডিশনে কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল।

  • 7/8

তিনি জানান, এটা সব জায়গায় মুখোমুখি হতে হয় বলে মনে হয়। এখানে শুধু মেয়েরা নন, ছেলেরাও শোষিত হন। তবে আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। আমার এটা বিশ্বাস ছিল যে আমার মা-বাবা আমার সঙ্গে রয়েছেন। আমি ধীরে ধীরে পাবো। তবে কাজ পাবই পাব। নিজের প্রতিভার জোরে কাজ পাওয়ার ওপর প্রত্যয় ছিল।

  • 8/8

শক্তি অস্বিত্ব কে এহসাস কী (Shakti Astitva Ke Ehsaas Ki)-র অভিনেত্রী সোনম অরোরা (Sonam Arora) বলেন, আর তা করতে গিয়ে আমার ১০ বছর লেগে গিয়েছিল।

Advertisement
Advertisement