Advertisement

মনোরঞ্জন

Alor Theekana: আলো- অভির বিয়ের বিশেষ পর্ব! অতিথি হয়ে হাজির হবেন অঙ্কুশ - ঐন্দ্রিলা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2022,
  • Updated 9:08 PM IST
  • 1/7

গত সেপ্টেম্বর মাসে সান বাংলায় শুরু হয়েছে 'আলোর ঠিকানা'। ধারাবাহিকে জুটি বেঁধেছেন জন ভট্টাচার্য  ও দেবাদৃতা বসু।

  • 2/7

'আলোর ঠিকানা'-তে এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে আলো ও অভিরাজে। বসছে তাদের জমজমাট বিয়ের আসর। মহাপর্বে হাজির থাকবেন তারকারা।  

  • 3/7

 ধারাবাহিকে চলছে 'মহা বিবাহ সপ্তাহ'। আজ, ১১ নভেম্বর, রাত ৯.৩০ মিনিটে দেখা যাবে এক ঘণ্টার বিশেষ পর্ব। নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হবেন টলি জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।

  • 4/7

বিয়ে বাড়িতে আসার আগে অঙ্কুশ - ঐন্দ্রিলা দেখেন, সমস্যায় রয়েছে অভি -আলো। বর - কনেকে বিপদ থেকে উদ্ধার করেন তাঁরা। তবে জুটি যে শুধু বিয়ে বাড়িতে উপস্থিত হবেন তা নয়। পারফর্মও করতে দেখা যাবে তাঁদের। এছাড়াও জমজমাট অনুষ্ঠান করবেন জোজো, পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। 

 

  • 5/7

ছোট বেলা থেকেই বাবার স্বপ্নকেই নিজের স্বপ্ন বলে মনে করে আলো। পড়াশোনা নিয়েই বেড়ে ওঠা তার। তবে হঠাৎই তার জীবন পাল্টে যায়, যেদিন তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলোর বিয়ে ঠিক হয় স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের ছেলে অভিরাজের সঙ্গে।

  • 6/7

অভির বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত। বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ। অন্যদিকে ভাইয়েরা বাড়ির কাজকর্ম দেখভাল করে।

  • 7/7

 তবে এই পরিবারের মধ্যে লুকিয়ে রয়েছে এক রহস্য। আলো যখন এই পরিবারের সত্যতা জানতে পারে, তখন তার জীবনে আসে এক বড় সংকট। কী করবে সে? আলোর জীবনের স্বাধীনতা, নিজের সন্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই এগোবে 'আলোর ঠিকানা'-র গল্প। 

Advertisement
Advertisement