Advertisement

Bengali Television Couple Gossips: বিয়ের ৮ মাসের মধ্যেই তৃতীয় ব্যক্তির আগমনে দূরত্ব? অভিষেক, শার্লিকে নিয়ে নয়া গুঞ্জন

Tollywood Gossips: টেলিপাড়ায় গত কয়েকদিন ধরে চর্চা এক তারকা জুটিকে নিয়ে। বিয়ের বয়স এখনও একও হয়নি। এর মধ্যেই নাকি দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে। স্টুডিও পাড়ায় ফিসফাস ফের অভিষেক বসু ও শার্লি মোদককে নিয়ে। 

অভিষেক- শার্লি (ছবি: ইনস্টাগ্রাম) অভিষেক- শার্লি (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 11:37 AM IST

টলিপাড়ার সমীকরণ বড়ই জটিল। এই নতুন ডেটিংয়ের গুঞ্জন শোনা যায়, আবার এই বহু সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে। সেরকম আবার কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াও লাগে। তবে টেলিপাড়ায় গত কয়েকদিন ধরে চর্চা এক তারকা জুটিকে নিয়ে। বিয়ের বয়স এখনও একও হয়নি। এর মধ্যেই নাকি দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে। স্টুডিও পাড়ায় ফিসফাস ফের অভিষেক বসু ও শার্লি মোদককে নিয়ে। 

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চান না অভিষেক-শার্লি । এদিকে গুঞ্জন, আইনি বিয়ের মাত্র ন'মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। ফলে দাম্পত্যেও একেবারে টালমাটাল অবস্থা। এদিকে সংবাদমাধ্যমকে শার্লি বলেন, "এই রকম কিছু শুনলে আমরা হাসাহাসি করি। এর মধ্যেই এই সব রটে গেল। আমরা তো জানতেই পারিনি! কী আর বলব। যাঁদের ইচ্ছা হচ্ছে তাঁরা এ কথা বলছে। আমরা সত্যিই গুজবে গুরুত্ব দিতে রাজি নই।" 

শুধু তাই নয়, শার্লি জানান, তিনি এই মুহূর্তে রয়েছেন অভিষেকের মামাবাড়িতে। বরের দিদির বিয়েতে আনন্দ করেছেন। ফলে অভিনেত্রীর দাবি, বিচ্ছেদ বা অশান্তির খবর একেবারে রটনা মাত্র। সুযোগ পেলেই
নাকি দু'জনে ভ্যাকেশনে যাবেন। সেই সঙ্গে যেহেতু আগে শুধুমাত্র আইনী বিয়ে সেরেছিলেন, ভবিষ্যতে নাকি ধুমধাম করে সামাজিক বিয়ের পরিকল্পনাও রয়েছে তাঁদের। সত্যিই স্রেফ রটনা নাকি সমস্যা ঢাকতে একথা বললেন তিনি? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। 

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল সই সাবুদ করে বিয়ে করেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। বিয়ের পরে পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। রিল ও রিয়েল লাইফের কতটা তফাৎ হয়, তার বড় উদাহরণ এই বিয়ে। কারণ বিয়ে করেন মেগার নায়ক ও খলনায়িকা। বিয়ের জন্য প্যাস্টেল থিম বেছে নিয়েছিলেন জুটি। এদিন শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন অভিষেক। সদ্য শেষ হয়েছে, অভিষেকের ধারাবাহিক 'ফুলকি'। তবে শার্লি ব্যস্ত 'তুই আমার হিরো' মেগাতে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement