Advertisement

Abhishek- Sharly Marriage: মেগার নায়কের সঙ্গে খলনায়িকার বিয়ে! বাস্তবে গাঁটছড়া বাঁধছেন 'ফুলকি'-র রোহিত-শালিনী

Tollywood Marriage: ছোট পর্দার নায়ক ও খলনায়িকার প্রেমের গুঞ্জন ছিল স্টুডিওপাড়ায় বেশ কিছুদিন ধরেই। যদিও নিজেদের খুব 'ভাল বন্ধু' বলেই দু'জনেই পরিচিতি দিয়েছেন বারবার। এবার তাঁদের সেই প্রেমের গুঞ্জনই সত্যি হল।

অভিষেক বসু ও শার্লি মোদক (ছবি:ফেসবুক)অভিষেক বসু ও শার্লি মোদক (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 12:48 PM IST

টেলিপাড়ায় ফের সানাই বাজতে চলেছে। যদিও রিল ও রিয়েল লাইফের কতটা তফাৎ হয়, তার বড় উদাহরণ এই বিয়ে। কারণ এবার বিয়ে করতে চলেছেন মেগার নায়ক ও খলনায়িকা। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিষেক বসু ও শার্লি মোদক। তার আগে রবিবার ধারাবাহিকের সেটেই এলাহি আয়োজন করা হল হবু বর- কনের আইবুড়োভাতের। 

শুরুর পর থেকেই দর্শকের মনের কাছে পৌঁছেছে 'ফুলকি'। রেটিং চার্টেই সেই প্রমাণ মিলেছে। বহু সপ্তাহ বেঙ্গল টপার ছিল। এমনকী গত সপ্তাহেও দ্বিতীয় স্থানে ছিল এই মেগা। এবার বিয়ের পিঁড়িতে বসবেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। মঙ্গলবার গাঁটছড়া বাঁধবেন তাঁরা। 

 

আরও পড়ুন

ছোট পর্দার নায়ক ও খলনায়িকার প্রেমের গুঞ্জন ছিল স্টুডিওপাড়ায় বেশ কিছুদিন ধরেই। যদিও নিজেদের খুব 'ভাল বন্ধু' বলেই দু'জনেই পরিচিতি দিয়েছেন বারবার। এবার তাঁদের সেই প্রেমের গুঞ্জনই সত্যি হল। রবিবার দু'জনকে কাঁসার থালায় একেবারে পঞ্চব্যঞ্জনে আইবুড়োভাত খাওয়ানো হয়েছে। মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, পটলভাজা, আলুভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনী, ছানার ডালনা, ভেটকি মাছের পাতুরি, মাটন, আমের চাটনি, রসোগোল্লা, সন্দেশ ও মিষ্টি দই সহ আরও অনেক কিছু।'ফুলকি'-র পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস ফটো সেশন করেছেন। 

 

যদিও বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলছেন না অভিষেক- শার্লি কেউই। জানা যাচ্ছে, ধারাবাহিকের সকলের নিমন্ত্রণ রয়েছে বর- কনে দু'বাড়ির তরফেই। মঙ্গলবার শ্যুটিং সেরে তারপর বিয়ে বাড়িতে যাবে টিম 'ফুলকি'। জানা যাচ্ছে, বিয়ের জন্য চার থেকে পাঁচদিনের ছুটি পেয়েছেন অভিষেক। 

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে প্রেম করছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতও ভাগ করে নিতেন বিভিন্ন মুহূর্তের ছবি। গত বছরের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে, সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শার্লি। মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। টলিপাড়ার খবর, ব্রেকআপ যন্ত্রণাই নাকি কাছাকাছি এনেছে অভিষেক-শার্লিকে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement