Advertisement

Arkoja Acharyya: গাঁদার মালায় শরীর ঢেকে মোহময়ী পর্দার নিরূপমা! সোশ্যালে ভাইরাল অচেনা অর্কজা

Actress Arkoja Acharyya Viral: নেটমাধ্যমে এক অচেনা নিরূপমাকে দেখতে পেল অনুগামীরা। একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্স যেমন এসেছে প্রশংসা, সেরকমই অনেকে আবার উরফি জাভেদ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। 

অর্কজা আচার্য (ছবি: ইনস্টাগ্রাম)অর্কজা আচার্য (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 May 2024,
  • अपडेटेड 4:14 PM IST

মোটা কাঁচের চশমা, শাড়ি থেকে এবার একেবারে পুলিশ অফিসারের উর্দিতে দেখা গিয়েছিল ছোট পর্দার 'নিরুপমা' অর্থাৎ অভিনেত্রী অর্কজা আচার্যকে। এবার একেবারে বোল্ড লুকে রূপে আসতে চলেছেন তিনি। সোস্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি।

টকটকে লাল শাড়ি দিয়ে পরেছেন ধুতি। এদিকের শরীরের উপরের অংশ ঢাকা শুধুমাত্রা গাঁদা ফুলের মালায়। কপালে বড় লাল টিপ, চুলে এলো খোঁপা, শরীরের বিভিন্ন অংশে কলকা, হাতে ত্রিশূল। নেটমাধ্যমে এক অচেনা নিরূপমাকে দেখতে পেল অনুগামীরা। একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্স যেমন এসেছে প্রশংসা, সেরকমই অনেকে আবার উরফি জাভেদ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। 

 

আরও পড়ুন

আসলে বর্তমানে অর্কজা বেশি মন দিয়েছেন মডেলিংয়ে। প্রায়ই বিভিন্ন ফটোশ্যুটের ঝলক মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই। ছবিগুলি শেয়ার করে তিনি ক্যাপশন লিখেছেন। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, "হ্যাঁ, ঝড়ের সঙ্গে পাল্লা দিতে হবে। এটি আগুনের নদী, ডুবতে হবে..."   

 

 

প্রসঙ্গত, 'ওগো নিরুপমা' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করার পর, কিছুদিনের বিরতি নিয়ে অর্কজাকে দেখা যায় 'মিঠাই'-তে বসুন্ধরা চরিত্রে। এছাড়াও কালার্স বাংলার ধারাবাহিক 'মৌ এর বাড়িতে' অর্কজা কিছুদিন অভিনয় করেছিলেন অনুষ্কা চরিত্রে। এরপর আকাশ আটের ধারবাহিক 'শ্রেয়সী'-তে তাঁকে দেখা যায় মুখ্য চরিত্রে। 


 

Read more!
Advertisement
Advertisement