Advertisement

'মনে হয়েছিল জড়িয়ে ধরলে...' পল্লবী নিয়ে আবেগী পোস্ট আয়েন্দ্রীর

Pallavi Dey Death: যখন শেষবার দেখা হয়েছিল পল্লবী জানিয়েছিলেন, 'অনেক কথা বলার আছে। পরে বলব।' কিন্তু সেই দেখআই শেষ দেখা হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি টেলি অভিনেত্রী পল্লবীদে-র অত্যন্ত ভালো বান্ধবী আয়েন্দ্রী রায় (Ayendri Roy). পল্লবীর মৃত্যুর পর মানসিক ভাবে বিপর্যস্ত আয়েন্দ্রী। সোশাল মিডিয়ায় প্রাণের বন্ধুকে নিয়ে দীর্ঘ পোস্ট করলেন তিনি।

পল্লবী দে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2022,
  • अपडेटेड 5:33 PM IST

Pallavi Dey Death: যখন শেষবার দেখা হয়েছিল পল্লবী জানিয়েছিলেন, 'অনেক কথা বলার আছে। পরে বলব।' কিন্তু সেই দেখআই শেষ দেখা হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি টেলি অভিনেত্রী পল্লবীদে-র অত্যন্ত ভালো বান্ধবী আয়েন্দ্রী রায় (Ayendri Roy). পল্লবীর মৃত্যুর পর মানসিক ভাবে বিপর্যস্ত আয়েন্দ্রী। সোশাল মিডিয়ায় প্রাণের বন্ধুকে নিয়ে দীর্ঘ পোস্ট করলেন তিনি।

আয়েন্দ্রীর আক্ষেপ, সে দিন যদি জেদ করে তাঁকে না পাঠিয়ে দিতেন পল্লবী, তবে সব কথা শোনা হয়ে যেত। পল্লবীর মনে কেন, কী কারণে এক গভীর অবসাদ বাসা বেঁধেছিল, তাও খানিকটা হয়তো জানা যেত। দীর্ঘ পোস্টের ছত্রে ছত্রে অভিমান, ভালোবাসা এবং আবেগ ফুটে উঠেছে।

 

আয়েন্দ্রীর লেখেন, 'অনেকে ভাবে আমাদের পরিচয় সিরাজের বেগম থেকে। কিন্তু তোর সঙ্গে প্রথম দেখা হয় একটি বিজ্ঞাপন শুট করার সময়। সত্যিকারের সিরাজের বেগম লুতফার সঙ্গে বিস্তর মিল ছিল পুলুর। সেনসিটিভ, ইমোশনাল কিন্তু খুব শক্ত একজন নারী।'

ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। কালে কালে অয়েন্দ্রীর সাপোর্ট সিস্টেম হয়ে গিয়েছিলেন পল্লবী। আয়েন্দ্রী আরও লেখেন, 'যখনই মন খারাপ থাকত তুই হঠাৎ করে সামনে চলে আসতি। এ বার কে বলবে স্ট্রং থাক আয়েন্দ্রী, তুই ফাটিয়ে কাজ করছিস, আর কী চাই জীবনে, প্রেমে আঘাত পেলে কাঁদতে নেই রে বাবা সময়ের উপর ছেড়ে দিতে হয়। আর আজকে দেখে মনে হল তোকে গিয়ে জড়িয়ে ধরি, হতেই পারে তুই আবার ফিরে এলি। আমাদের আবার দেখা হবে। যেখানেই থাকিস হাসতে থআকিস। যদি জন্মান্তর বলে কিছু থাকে আমার কাছে আবার ফিরে আসিস, আর এ বার তোকে এত সহজে ছেড়ে দেব না। তত দিন... এই ইমোশনগুলো থাকুক।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement