
'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়ার পর বেশ অনেকদিনই বিরতিতে ছিলেন টেলিপাড়ার চেনা মুখ রাহুল মজুমদার। 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালের মাধ্যমে তিনি কামব্যাক করেন ছোটপর্দায়। কিন্তু কয়েক মাস কাজ করার পরই এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ ক্ষুব্ধ অভিনেতা। রাহুলের কথায়, আগে এটা তিনি জানলে কখনই 'অনুরাগের ছোঁয়া' সিরিয়াল করতেন না। প্রসঙ্গত, টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকের অবস্থান বেশ ভাল। কিন্তু তা সত্ত্বেও এই সিরিয়াল আচমকা বন্ধ কেন হয়ে যাচ্ছে, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না।
শুক্রবার সকালে হঠাৎ করেই এই সিরিয়ালের কলা-কুশলীরা 'অনুরাগের ছোঁয়া' শেষ হওয়ার খবর জানতে পারেন। কল টাইম পেয়ে রাহুলও যথারীতি এসেছিলেন শ্যুটিং ফ্লোরে। কিন্তু আচমকাই তাঁকে জানানো হয় যে এই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। খবর শুনে বেশ অবাকই হন অভিনেতা। তাঁর ১০ বছরের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথমবার। আর যে কারণে বেশ ক্ষুব্ধ রাহুল। এক সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন যে তাঁকে বলা হয়েছিল যে এই সিরিয়াল আরও অনেকদিন চলবে। তাই অনেক ভাল কাজ ছেড়ে দিয়ে 'অনুরাগের ছোঁয়া'-তে কামব্যাক করেন রাহুল। এখানে তাঁকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছিল।
রাহুলের বিপরীতে ছিলেন স্বস্তিকা। তাঁদের জুটি অল্প সময়ের মধ্যেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানেও সম্মানিত তাঁরা। কিন্তু তারপরও কেন এই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে তার নির্দিষ্ট কোনও কারণ জানা নেই। সম্ভবত ২৬-২৭ নভেম্বর হবে শেষ দিনের শ্যুটিং। আর শেষ সম্প্রচার সম্ভবত ডিসেম্বরের চার তারিখ। রাহুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই খবর শোনার পর তাঁর মন খুবই খারাপ। অনেকদিন বাদে তিনি ধারাবাহিকে ফিরেছিলেন। রাহুল জানতেন এই সিরিয়াল অনেকদিন চলবে। অন্তত তাঁকে সেরকমই জানানো হয়েছিল। তাই আচমকা এই খবর পাওয়ার পর বেশ বিরক্ত অভিনেতা। রাহুল জানিয়েছেন, এরপর থেকে ভেবেচিন্তে তিনি কাজ বাছবেন।
'হরগৌরী পাইস হোটেল' ৬০০ পর্ব হওয়ার পরই রাহুলের মনে হয়েছিল এই সিরিয়াল শেষ হয়ে যাবে, তাই তিনি সময় থাকতেই সিরিয়ালটি ছেড়ে দেন। এরপর এক বছরের দীর্ঘ বিরতিতে ছিলেন অভিনেতা। মাঝে মেয়ে আয়রার সঙ্গে বেশ ভাল সময় কাটিয়ে অবশেষে কাজে ফিরেছিলেন। পুরনো ধারাবাহিক হলেও যেহেতু গল্প একেবারে নতুনভাবে শুরু হচ্ছিল, তাই অনেক আশা নিয়ে এই ধারাবাহিকে কাজ শুরু করেন রাহুল। তবে প্রথমবার এত কম সময়ে শেষ হয়ে যাচ্ছে তাঁর ধারাবাহিক। তবে রাহুল জানিয়েছেন নতুন কাজের কথাবার্তা চলছে। কিন্তু তিনি আর তাড়াহুড়ো করবেন না। 'অনুরাগের ছোঁয়া'র জায়গায় আসতে চলেছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'।