Advertisement

Bengali Serial Ends: নতুন মেগার জন্য এবার কোপ পড়ছে 'জগদ্ধাত্রী'-র উপর! কবে শেষদিনের শ্যুটিং?

Bengali Serial Ends: যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলার নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক?

বাংলা সিরিয়ালের বড় আপডেট বাংলা সিরিয়ালের বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Dec 2025,
  • अपडेटेड 6:24 PM IST

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলার নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এই নিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান হয়ে, মিলল সে উত্তর। এবার শেষ হতে চলেছে 'জগদ্ধাত্রী'। থেমে যাবে দীর্ঘদিন বেঙ্গল টপার হওয়া এই মেগার জার্নি।  

 

আগামী ১৫ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭.৩০ -এর স্লটে আসছে পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি'। এখন সেসময় দেখা যায় 'জগদ্ধাত্রী'। নতুন প্রোমো দেখে অনেকের মনেই প্রশ্ন ছিল, তাহলে কি এবার শেষ হয়ে যাবে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের এই সিরিয়াল? নানা জল্পনার পরে, জানা গেল সেই আশঙ্কাই ঠিক। ১১ ডিসেম্বর ছিল 'জগদ্ধাত্রী'-র শেষ দিনের শ্যুটিং। ভারাক্রান্ত মনে শেষ শট দিলেন অভিনেতারা।  

 

জি বাংলায় আরও একটি মেগা শুরু হয়েছে। 'বেশ করেছি প্রেম করেছি' আসার খবর শুনে অনেকে ভেবেছিলেন 'জগদ্ধাত্রী' শেষ হচ্ছে। তবে সেসময় 'ফুলকি' শেষ হয়। কিছুটা স্বস্তি পেয়েছিলেন 'জগদ্ধাত্রী'-র দর্শকেরা। তবে শেষরক্ষা হল না। কোপ পড়বে এই  ধারাবাহিকের উপর। 

Advertisement

ছোট পর্দার ধারাবিহকগুলি অনেক ক্ষেত্রেই দর্শকদের রোজনামচার সঙ্গে জড়িয়ে যায়। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠেন তাদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য। সেরকমই বলা যায়, বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চায়ও ঢুকতে পেরেছিল 'জগদ্ধাত্রী'।

 

শুরুর পর থেকেই দর্শক মনে জায়গা করে নিতে পেরেছিল 'জগদ্ধাত্রী'। বেশ কিছু সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ স্থানেও ছিল এই মেগা। এমনকী, দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছেন জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায়। টেলিপাড়ায় চর্চা শোনা যায়, বাস্তবেও নাকি প্রেম করছেন জগদ্ধাত্রী- স্বয়ম্ভু। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি দু'জনের কেউই।  

 

Read more!
Advertisement
Advertisement