Advertisement

Parineeta Serial Big Update: মৃত্যুশয্যায় পারুল! রায়ান কী মনের কথা জানাতে পারবে 'জংলি'কে? টানটান 'পরিণীতা'

Bengali Serial Episode Highlights: শুরু থেকেই পারুল ও রায়ানদের আপন করে নিয়েছে দর্শক।  দীর্ঘদিন বেঙ্গল টপার থেকেছে এই মেগা। রেটিং চার্টে প্রতি সপ্তাহেই ভাল পারফরম্যান্স।

'পরিণীতা' সিরিয়ালের আপডেট 'পরিণীতা' সিরিয়ালের আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 1:05 PM IST

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। গত প্রায় এক বছরের বেশি সময় ধরে রমরমিয়ে চলছে 'পরিণীতা'। শুরু থেকেই পারুল ও রায়ানদের আপন করে নিয়েছে দর্শক।  দীর্ঘদিন বেঙ্গল টপার থেকেছে এই মেগা। রেটিং চার্টে প্রতি সপ্তাহেই ভাল পারফরম্যান্স। এমনকী শেষ প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় তৃতীয় স্থানে থাকা এই ধারাবাহিকের স্কোর ছিল ৬.৭। 

বাকিদের সঙ্গে প্রতিযোগিতা ক্রমশ জোরদার হচ্ছে। 'পরিণীতা'-তে টানটান নতুন মোড়। ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী মৃত্যুশয্যায় পারুল। জীবনে নানা ওঠা পড়া এসেছে পারুল ও রায়ানের জীবনে। হার না মেনে প্রতিবারই বিপদ কাটিয়ে উঠেছে তারা। একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকলেও, স্বামী- স্ত্রী হওয়া সত্ত্বেও বন্ধুত্বর বাইরে প্রেম সেভাবে ফুটে ওঠেনি এখনও। বারবার মাঝে এসেছে কোনও তৃতীয় ব্যক্তি। এমনকী পারুল মনে করে, এখনও রায়ানের জীবনে অন্য কেউ আছে। 

ইউনিভার্সিটি গন্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে পারুল-রায়ান। নানা ঝড়- ঝাপ্টা পেরিয়ে একই অফিসে চাকরি করছে তারা। পারুলের পোশাক, কথা বলার কায়দা ইত্যাদি দেখে পিওর লাইফে সিইও সংযুক্তা শুরুতেই তার ইন্টারভিউ নিতে অস্বীকার করে। যদিও রায়ানের বুদ্ধি জোড়ে এই সংস্থার চেয়ারম্যানের মন জয় করে চাকরি পায় পারুল। আর তাতেই আরও চটে যায় সংযুক্তা। অপমানের বদলা নিতে, শিরীনের সাহায্য নেয় সে। অফিসে নতুন নিয়ম জারি করে, স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করতে পারবে না। অন্যায়ের প্রতিবাদ করে আইনি পথ বেছে নেয় পারুল-রায়ান। শেষমেশ জয় হয় তাদের।

যদিও সংযুক্তা সহজে ছাড়ার পাত্রী নয়। ফের ষড়যন্ত্রের শিকার হয় পারুল। এবার হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে পারুল। চ্যানেলের তরফ থেকে সামনে আনা নতুন প্রোমোতে দেখা যায় এরকমই দৃশ্য। যা দেখে দর্শকদের আশা, এবার হয়তো আবেগপ্রবণ হয়ে পারুলকে নিজের মনের কথা জানাবে রায়ান। প্রোমোতে রায়ান বলতে শোনা যায়, 'সিক্রেটটা না জেনেই চলে যাবি পারুল? তুই জানতে চেয়েছিলি না কাকে পাওয়ার জন্য আমি তোকে হারাতে চাই? যাকে পাওয়ার জন্য তোর সঙ্গে কম্পিটিশন করি তার নাম....'। 

Advertisement

 

 

এতদিন পারুল সন্দেহ করেছে তাদের মাঝে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি নাকি। রায়ানের প্রতি তার অনুভূতির কথা প্রায় সকলেরই জানা। পারুলের সন্দেহর কি সত্যি, অন্য কেউ আছে রায়ানের মনে? নাকি পারুলকেই ভালোবাসে রায়ান? অবশেষে কি তাকে নিজের মনের কথা বলবে? নাকি মাঝে আসবে ফের কোনও বিপদ? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। 

 

Read more!
Advertisement
Advertisement