Advertisement

Ditipriya Roy's New Serial: ছোট পর্দায় ফিরছেন 'রানিমা'- দিতিপ্রিয়া! কোন মেগাতে- কবে থেকে দেখা যাবে?

New Bangla Serial: বাংলা টেলিভিশনের দর্শকদের বেশ মন খারাপ ছিল এতদিন। তারা আবারও রোজ ছোট পর্দায় দেখতে চায় অভিনেত্রীকে। বর্ষশেষে, সেই সব দর্শক- তথা দিতিপ্রিয়ার ভক্তদের জন্য রয়েছে সুখবর। বছর তিনেক পড়ো মেগা সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 11:24 PM IST

রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি  চলছে বড় পর্দার কাজ। একের পর এক গোল দিচ্ছেন দিতিপ্রিয়া। তবে বাংলা টেলিভিশনের দর্শকদের বেশ মন খারাপ ছিল এতদিন। তারা আবারও রোজ ছোট পর্দায় দেখতে চায় অভিনেত্রীকে। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। বর্ষশেষে, সেই সব দর্শক- তথা দিতিপ্রিয়ার ভক্তদের জন্য রয়েছে সুখবর। বছর তিনেক পড়ো মেগা সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া। 

অনেক ছোট বয়স থেকে অভিনয় করলেও, জি বাংলার 'করুণাময়ী রানী রাসমণি'-তে কাজ করার পরে জীবন বদলে যায় দিতিপ্রিয়ার। ইন্ডাস্ট্রিতে এক নামে তাঁকে সকলেই চেনেন। শেষ যেখানে করেছিলেন, এবার সেই চ্যানেলেই নতুন শুরু করছেন নায়িকা। জি বাংলাতেই আসছে তাঁর নতুন ধারাবাহিক 'তোমাকে ভালোবেসে'। শুক্রবার চ্যানেলের তরফে প্রকাশ্যে এল তার প্রোমো। মেগার প্রচারে লেখা, 'ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।' যা দেখে আন্দাজ করা যাচ্ছে, প্রেমের গল্প ফুটে উঠবে পর্দায়। যদিও অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে, কিংবা কোন সময় ধারাবাহিকটি সম্প্রচার হবে, তা এখনও জানা যায়নি।   

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, দিতিপ্রিয়া তার বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালিয়ে একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। তাঁর কথায়, 'হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।' এদিকে এক বন্ধু সেসময় তাঁকে প্রশ্ন করে, মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? জবাবে অভিনেত্রী বলেন, 'সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়।' এমন সময় সেখানে উপস্থিত এক বহুরূপী তাঁকে প্রশ্ন করেন, যদি এই হেলিকপ্টারে করেই তাঁর মনের মানুষ আসে, তাহলে তাকে কী করে নামাবেন? এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া। এরপর ঠিক কী কী ঘটে, তা ধীরে ধীরে জানা যাবে। 

আরও পড়ুন

 

Advertisement

প্রসঙ্গত, বাস্তবে জনপ্রিয় এক ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া রায়। শমীক মিত্রের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তিনি চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। জলপাইগুড়ির ছেলে শমীক, এখন দক্ষিণ ভারতে থাকেন কর্মসূত্রে। টলিউডের জল্পনা, দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। প্রায়ই প্রেমিকার জন্যে উপহার পাঠান তিনি। সে ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ারও করেন অভিনেত্রী।  

 

Read more!
Advertisement
Advertisement