Advertisement

Gaurav Chakrabarty: দীর্ঘ ৮ বছর পরে বাংলা টেলিভিশনে ফিরছেন গৌরব, রয়েছে জোড়া সুখবর

Gaurav Chakrabarty: গৌরবকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে 'মহানায়ক' ধারাবাহিকে। এবার অভিনেতার অনুগামীদের জন্য রয়েছে জোড়া সুখবর। বাংলা টেলিভিশনে ফিরছেন গৌরব। 

গৌরব চক্রবর্তী (ছবি: সংগৃহীত)গৌরব চক্রবর্তী (ছবি: সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2024,
  • अपडेटेड 6:38 PM IST

বর্তমানে মূলত বড় পর্দায় দেখা গেলেও, ছোট পর্দার পরিচিত মুখ গৌরব চক্রবর্তী। ১৯৮৮ সালে 'সেই সময়' ধারাবাহিকের মাধ্যমে  অভিনয় জগতে পা রাখেন শিশুশিল্পী গৌরব। এরপর ও একাধিক মেগাতে দেখা গিয়েছে তাঁকে। যার মধ্যে তিনি সবচেয়ে নজর কেড়েছেন 'গানের ওপারে'-র মাধ্যমে। গৌরবকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে 'মহানায়ক' ধারাবাহিকে। এবার অভিনেতার অনুগামীদের জন্য রয়েছে জোড়া সুখবর। বাংলা টেলিভিশনে ফিরছেন গৌরব। 

গানের শোয়ের সঞ্চালক গৌরব  

জি বাংলা সিনেমাতে আসছে নতুন গানের শো 'সং কানেকশন'। বাংলা ও হিন্দি ভাষার সুরেলা সব গান গাইবেন শিল্পীরা। এই মিউজিক্যাল শো দর্শকদের মন মাতাবে বলেই বিশ্বাসী নির্মাতারা। ৬ মে থেকে সোম থেকে রবিবার সকাল ১০.৩০ টায় সম্প্রচারিত হবে এই শো। শুধু তাই নয়, প্রতিটি পর্ব পর্দার পিছনের অজানা মজার সব গল্প, কিংবদন্তিদের অনুপ্রেরণাদায়ক সব তথ্য সামনে আসবে। 

আরও পড়ুন

 

'সং কানেকশন' বাংলা ও হিন্দি ছবির ক্লাসিক এবং আধুনিক গানের একটি বৈচিত্র্যপূর্ণ ভাণ্ডার প্রদর্শন করবে। যার মধ্যে রয়েছে ছবির গান, লোক সুর এবং রবীন্দ্রসঙ্গীত যাতে প্রত্যেকের উপভোগ করার মতো কিছু থাকে। এছাড়াও, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আরডি বর্মণ, এসডি বর্মন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, কুমার সানুদের মতো কিংবদন্তি গায়কদের গান পরিবেশন করা হবে।

 

রান্নার শোতে গৌরব- ঋদ্ধিমা

জি বাংলার পর্দায় আসছে 'রন্ধনে বন্ধন...ভালোবাসার রান্না'। এই কুকিং শো সঞ্চালনার দায়িত্বে থাকছেন গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। গত বছরের শেষ জুটির কোল আলো করে এসেছে পুত্র সন্তান। মাতৃত্বকালীন ছূটি কাটিয়ে এবার কাজে ফিরছেন ঋদ্ধিমা। যদিও এই শো-এর ফরম্যাট এখনও স্পষ্ট নয়। তবে এই রান্নার শো-তে নিত্য নতুন বাহারি পদ রান্নার পাশাপাশি গৌরব-ঋদ্ধিমার প্রেমও ভরপুর থাকবে, সে ইঙ্গিত মিলয়েছে প্রোমোতে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement