Advertisement

Bangla Serial: 'বেশ করেছি প্রেম করেছি'-র আসতেই বাদ 'জগদ্ধাত্রী' না 'ফুলকি'? বাংলা মেগার বড় আপডেট

Bengali Television: নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা।

দিব্যাণী, কৌশিকী, অঙ্কিতাদিব্যাণী, কৌশিকী, অঙ্কিতা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 4:45 PM IST

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলার নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান হয়ে, মিলল সে উত্তর।

আগামী ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭ টার স্লটে আসছে নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি'। এখন সেসময় দেখা যায় 'জগদ্ধাত্রী'। তাহলে কি এবার শেষ হয়ে যাবে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের এই সিরিয়াল? 

প্রতি সপ্তাহেই টিআরপি-তে ভাল স্কোর করে 'জগদ্ধাত্রী'। এমনকী সকলের মন জয় করে বেঙ্গল টপারও ছিল দিনের পর দিন। তাহলে কেন এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত? আসলে এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিকটি। ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭.৩০ টার সময় দেখা যাবে এই মেগা। এতদিন ৭.৩০ মিনিটে দেখা যেত আরও এক জনপ্রিয় এবং এক সময়ের টপার 'ফুলকি'। তাহলে কি শেষ হবে ফুলকি ও রোহিত স্যারে জার্নি? সেই উত্তর এখনও মেলেনি।     

প্রসঙ্গত, ৭ টার সময় প্রতিযোগী চ্যানেল, স্টার জলসায় হয় 'ও মোর দরদিয়া' এবং ৭.৩০টার সময় 'রাঙামতি তীরন্দাজ' দেখা যায়। তাহলে ৮ ডিসেম্বর থেকে 'ও মোর দরদিয়া'-কে টেক্কা দেবে 'বেশ করেছি প্রেম করেছি'। অন্যদিকে 'জগদ্ধাত্রী'-র সঙ্গে টক্কর হবে আরও এক টপার 'রাঙামতি তীরন্দাজ'-র সঙ্গে। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই, এই নতুন ধারাবাহিক ঘিরে দারুণ উৎসাহ দেখা গেছে দর্শকদের মধ্যে। এখন দেখার, দর্শক মনে কে বেশি জায়গা করতে পারে, নতুন না পুরনো।

 

Read more!
Advertisement
Advertisement