Advertisement

Chadni Saha: হাতে কাজ নেই, শেষে এই পেশাকে বেছে নিলেন 'যমুনা ঢাকি'-র গীত

বাংলা টেলিভিশনের অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি আরও অন্যান্য পেশাকেও অবলম্বন করেছেন। কেউ হয়ত চালান রেস্তোরাঁ, কারও জিম রয়েছে, কেউ আবার শাড়ি-গয়নার ব্যবসাও করেন। অধিকাংশ সময়েই বাংলা সিরিয়ালের তারকাদের নতুন পেশার কথা কানে আসে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহা। 

যমুনা ঢাকি-এর গীত ওরফে চাঁদনী সাহাযমুনা ঢাকি-এর গীত ওরফে চাঁদনী সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 2:35 PM IST
  • বাংলা টেলিভিশনের অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি আরও অন্যান্য পেশাকেও অবলম্বন করেছেন
  • এবার সেই পথেই হাঁটতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহা
  • অভিনেত্রী চাঁদনী এখন লেখিকা হয়ে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন

বাংলা টেলিভিশনের অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা অভিনয়ের পাশাপাশি আরও অন্যান্য পেশাকেও অবলম্বন করেছেন। কেউ হয়ত চালান রেস্তোরাঁ, কারও জিম রয়েছে, কেউ আবার শাড়ি-গয়নার ব্যবসাও করেন। অধিকাংশ সময়েই বাংলা সিরিয়ালের তারকাদের নতুন পেশার কথা কানে আসে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহা। 

ছোট পর্দার পরিচিত মুখ
চাঁদনী টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি একাধিক চ্যানেলে অভিনয় করে চলেছেন। 'বিন্দি', 'কাছে আয় সই', 'মনসা', 'বেনে বউ' ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন চাঁদনী। এই সব সিরিয়ালে তাঁকে প্রধান চরিত্রে দেখা গেলেও এরপর তাঁকে বেশ কিছু সিরিয়ালে পার্শ্বচরিত্রে দেখা যায়।

 

আরও পড়ুন

যমুনা ঢাকি-তে গীতের ভূমিকায় অভিনয় করতেন
তবে সেখানেও কামাল করে দেখিয়েছেন তিনি। 'যমুনা ঢাকি' সিরিয়ালে যমুনা তথা শ্বেতা ভট্টাচার্যের ননদ গীতের চরিত্রে অভিনয় করে চাঁদনী ফের রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। এরপর অভিনেত্রীকে শেষবারের মতো 'মাধবীলতা' সিরিয়ালে দেখা যায়। এই সিরিয়ালে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। তবে এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর আর কোনও নতুন সিরিয়ালে তাঁকে দেখা যায়নি। অনেকেই মনে করেছিলেন তবে কি অভিনয় থেকে সরে আসলেন চাঁদনী। কিন্তু আসলে বিষয়টা অন্য।

 

লেখিকা হিসাবে ধরা দিলেন অভিনেত্রী
আসল সত্যিটা হল অভিনেত্রী চাঁদনী এখন লেখিকা হয়ে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। সেই গোপন তথ্য ফাঁস হল কলকাতা বই মেলায়। এই বছর বই মেলাতে চাঁদনীর লেখা প্রথম কবিতার বই ‘তিন সত্যি’ প্রকাশিত হয়েছে। চাঁদনী যে একজন এত ভালো কবি সেটা এতদিন অনেকেরই জানা ছিল না। এবার বইমেলাতে তাঁর অন্য এক প্রতিভাও সামনে এল। জীবনের প্রথম বই প্রকাশ হওয়ায় স্বাভাবিকভাবেই খুব খুশি চাঁদনী। 

Advertisement

 

শ্যুটিং করতে করতে লিখতেন কবিতা
চাঁদনী জানিয়েছেন যে, অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি কবিতাও লিখতেন। কবিতা লেখাটা ছিল তার অভিনয়ের জার্নির একটা অংশ। চাঁদনী জানিয়েছেন তিনি অনেক বছর ধরেই লেখালেখি করেন। কিন্তু গত এক-দু বছরে তিনি কিছু বেশিই লেখালেখি করেছেন। শ্যুটিং করতে করতে অনেক সময় কবিতা মনে আসত। তখন তিনি ফোনে লিখে রাখতেন। তারপর তাঁর মনে হল কবিতাগুলোকে এক জায়গায় আনলে ভাল হবে। সেই ভাবনা থেকে তিনি প্রকাশ করলেন তাঁর জীবনের প্রথম কবিতার বই।


 

Read more!
Advertisement
Advertisement