
দুপুর ঠাকুরপো দ্বিতীয় সিজনের ঝুমা বৌদি অর্থাৎ মোনালিসা করোনায় আক্রান্ত। মোনালিসার স্বামী বিক্রান্ত সিং রাজপুত খবরের সত্যতা স্বীকার করে বলেন, 'মোনালিসা করোনা পজিটিভ হয়েছে। কিন্তু কোনও কোনও সিম্পটম নেই। অ্যাসিম্পটোম্যাটিক এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।'
আপাতত সিরিয়ালের কাজে মুম্বইতে একলা থাকছেন মোনালিসা। হিন্দি ধারাবাহিক নমক ইশ্ক কা-তে ইরাবতীর চরিত্রে অভিনয় করছেন তিনি। বিক্রান্ত জানান, এ অবস্থায় তিনি মোনালিসার কোনও সাহায্য করতে পারছেন না। তিনি বলেন, 'আমি উত্তরপ্রদেশে একলা রয়েছি। আর মোনালিসা রয়েছে মুম্বইতে। একাই নিজের খেয়াল রাখছে। বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাচ্ছে। সমস্ত রকম কোভিড বিধি মেনে চলছে। আমি এখানে নিরাপদে রয়েছি। আইসোলেশনের সময় কেটে গেলে আমি মুম্বই যাওয়ার কথা ভাবছি।'
মোনালিসার শারীরিক অবস্থা সম্পর্কে বিক্রান্ত জানান, শারীরিক দিক থেকে তেমন কোনও অসুবিধা নেই মোনালিসার। তিনি বলেন, 'শারীকি দিক থেকে তেমন কোনও বড় অসুবিধা নেই মোনালিসার। তবে করোনা এমনই একটি অসুখ, যার নাম শুনেও অনেকে হাইপার হয়ে যান। তবে করোনার অনেক রূপ রয়েছে। কারও ক্ষেত্রে ভীষণ ভাবে প্রকট। কার ক্ষেত্রে তেমন কোন লক্ষণ থাকে না। মোনালিসার তেমন কোনও অসুবিধা হচ্ছে না।' এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য মোনালিসার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোনের কোনও জবাব দেননি।