Advertisement

Kaushambi Chakraborty: পরনে নেই ব্লাউজ, বোল্ড ছবি শেয়ার করতেই ফের ট্রোলড কৌশাম্বী

Kaushambi Chakraborty: 'আদৃতৃষা' কিংবা 'সিঠাই' ফ্যানেদের রোশের মুখে বারবার পড়তে হয় কৌশাম্বীকে। নেটিজেনদের অনেকের ধারণা, তাঁর জন্যই নাকি বন্ধুত্ব- প্রেমে ফাটল ধরেছে আদৃত ও সৌমিতৃষার। 

অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2023,
  • अपडेटेड 9:25 AM IST

'মিঠাই' (Mithai) শেষ হয়েছে প্রায় মাস দুয়েক হল। গত প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে ছিল মনোহরার সদস্যরা। সে প্রমাণ বারবার মিলেছে টিআরপি (TRP) তালিকায়। দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার হয়ে, নয়া রেকর্ড গড়েছে 'মিঠাই'। নানা ঝড়- ঝাপটার পর 'হ্যাপি এন্ডিং' হয়েছে ধারাবাহিকের। শেষ বেলায় আবেগপ্রবণ হয়েছিলেন অভিনেতারা। ধীরে ধীরে যে যার মতো নতুন জার্নি শুরু করছেন। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র যেন হয়ে উঠেছিল দর্শকদের একেবারে বাড়ির সদস্য। 

যে কোনও সিরিয়াল মানেই, সেখানে বহু গসিপ- আলোচনাও হবে। বাদ যায়নি মনোহরার সদস্যরাও। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন তুঙ্গে এখনও। অন্যদিকে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই নিয়ে নাকি দূরত্ব তৈরি হয়েছিল আদৃত ও সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundoo) মধ্যে। জল্পনা ছিল এই ঘটনার পর থেকে নাকি সৌমিতৃষা ও কৌশাম্বীর মধ্যেও তিক্ততা বাড়ে। যদিও এই নিয়ে সরাসরি মুখ খোলেননি তিন অভিনেতার কেউই। যার জেরে 'আদৃতৃষা' কিংবা 'সিঠাই' ফ্যানেদের রোশের মুখে বারবার পড়তে হয় কৌশাম্বীকে। নেটিজেনদের অনেকের ধারণা, তাঁর জন্যই নাকি বন্ধুত্ব- প্রেমে ফাটল ধরেছে আদৃত ও সৌমিতৃষার। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ফের ট্রোলিংয়ের মুখে পড়লেন কৌশাম্বী। লাল পাড় , সাদা হাকোবা শাড়ি পরে একটি নিজস্বী তুলেছেন অভিনেত্রী। ব্লাউজহীন এই ছবি দেখা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। একদলের বক্তব্য তিনি নাকি মিঠাইরানিকে নকল করেছেন। অন্য আরেক দল অবশ্য তাঁর প্রশংসা করেছেন। একজন লিখেছেন, "কপি করে করে দিন ভালই চলে যাচ্ছে...।" অন্য আরেকজনের মন্তব্য, "একেবারে বুড়ি মহিলা দাঁড়কাক...।" এক আবার লিখেছেন, "সৌমিকে দেখে শিখেছে...।"     

 

 

প্রসঙ্গত, বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পেরেছিল 'মিঠাই' পরিবারের সদস্যরা। ধারাবাহিকের অন্যান্য চরিত্রগুলির মধ্যে বেশ জনপ্রিয় হয় শ্রীনন্দা- কৌশাম্বী চক্রবর্তী। 'মিঠাই' শেষ হওয়ার পর কৌশাম্বি কাজ করছেন 'ফুলকি' ধারাবাহিকে। একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement