Advertisement

Madhubani Goswami: দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফিরছেন মধুবনী, ধরা দেবেন মা তারা রূপে

Bangla Television: পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে।

অভিনেত্রী মধুবনী গোস্বামীঅভিনেত্রী মধুবনী গোস্বামী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2023,
  • अपडेटेड 11:01 AM IST

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় যোগ হচ্ছে 'শ্যামার'(Shyama)-র নাম। সান বাংলায় শীঘ্রই আসতে চলেছে এই নতুন মেগা। জল্পনাই সত্যি, এবার জুটি বাঁধছেন হানি বাফনা (Honey Bafna) ও টুম্পা ঘোষ (Tumpa Ghosh। এই খবর এখন সকলেরই জানা। কারণ সামনে এসেছে প্রোমো। সেই সঙ্গে সামনে এসেছে আরও এক খবর। নতুন এই মেগার মাধ্যমেই দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami)।  

এবার মা তারার ভূমিকায় অভিনয় করবেন মধুবনী। কিছুদিন আগেই হয়ে গেছে ধারাবাহিকের লুক সেট। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হওয়ার কথা 'শ্যামা'। এই ধারাবাহিকে এছাড়াও রয়েছেন টেলিপাড়ার আরও একগুচ্ছ চেনা মুখ। অভিনয় করছেন, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, ভারত কৌল, সুচিস্মিতা চৌধুরী, সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী সাহা, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। হানিকে দেখা যাবে জয় চরিত্রে এবং টুম্পা অভিনয় করছেন অরিত্রীর ভূমিকায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন লুক। কেমন হবে ধারাবাহিকের গল্প? 

 

আরও পড়ুন

জয় বন্দ্যোপাধ্যায় ধনী ও বিত্তশালী পরিবারের ছেলে। বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রধান এবং জয়ের ঠাকুরদা বকুল বন্দ্যোপাধ্যায়, একজন বিশিষ্ট জ্যোতিষী। অন্যদিকে অরিত্রী এক সতীপীঠ মন্দিরের প্রধান পুরোহিতের মেয়ে। জয় প্রথম দেখাতেই অরিত্রীর প্রেমে পড়ে যায়। পরিবারের আশীর্বাদ নিয়ে তারা জন্ম কুষ্ঠি, পঞ্জিকা মিলিয়ে বিয়ে করে। এরপরই এক অন্ধকার রহস্য উন্মোচন হয়ে, তাদের জীবনে আসবে নতুন মোড়। জয়- অরিত্রী কি সুখী দম্পতি হবে? তাদের জীবনে কোন নতুন অন্ধকার নেমে আসবে? অজান্তেই কোন ষড়যন্ত্রের শিকার হবে অরিত্রী? নিজের অদম্য জেদ ও ইচ্ছে শক্তি দিয়ে কি সে সব বিপদ কাটাতে পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকে ধীরে ধীরে।

প্রসঙ্গত, 'ভালোবাসা ডট কম', 'বেহুলা', 'ফাগুন বউ', 'সাত ভাই চম্পা', 'ভানুমতীর খেল'-র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন মধুবনী। ২০১৬ সালের ডিসেম্বর মাসে তাঁর বিয়ে হয় টেলি অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে। এরপর ২০২১ সালে দু'জনের জীবনে আসে ছোট্ট অতিথি, তাঁদের পুত্র সন্তান কেশব। তারপর থেকেই কাজের থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মধুবনী। ছেলের বছর দুয়েক বয়স হতেই ফের টেলিশনে ফিরলেন তিনি। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement