Advertisement

Mishmee Das Tattoo: পিঠভর্তি ট্যাটু করে চর্চায় এসেছিলেন মিশমি, আবার করালেন! এবার ব্যাঙ্গ করে লিখলেন...

Mishmee Das: খোলামেলা ছবি শেয়ার করে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। বছর চারেক আগে পিঠভর্তি ট্যাটু করে চর্চায় এসেছিলেন মিশমি। পেটেও ট্যাটু রয়েছে। আবারও নতুন ট্যাটু করালেন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 1:56 PM IST

আলোচনায় থাকেন মিশমি দাস। টেলি পাড়ার জনপ্রিয় খলনায়িকা তিনি। কাজের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে থাকেন অভিনেত্রী। খোলামেলা ছবি শেয়ার করে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। বছর চারেক আগে পিঠভর্তি ট্যাটু করে চর্চায় এসেছিলেন মিশমি। পেটেও ট্যাটু রয়েছে। আবারও নতুন ট্যাটু করালেন। যেখানে লেখা রয়েছে বিশেষ মেসেজ। যা দেখে রীতিমতো হৈচৈ নেটপাড়ায়। 

এবার বাম হাতে নতুন ট্যাটু করিয়েছেন মিশমি। যেখানে লেখা জনপ্রিয় গান 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'-র লাইন। শিল্পী অমর পালের কন্ঠে সত্যজিৎ রায় পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবিতে গানটি শোনা যায়। এরপর থেকেই ব্যঙ্গ করে বহু জায়গায় এই লাইন ব্যবহার হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, "আবার ট্যাটু করলাম! যার অর্থ এই দুনিয়ায় আমি অনেক রকম রং দেখতে পাই। মূলত সত্যজিৎ রায়ের লেখা একটি গান, তাঁ 'হীরক রাজার দেশে' ছবিটির জন্য। গানটি বিশ্বের বিস্ময়, জীবনের নাটক, ধনী-দরিদ্রের মধ্যে বৈসাদৃশ্যের পাশাপাশি মানুষের প্রকৃতি ও রঙের পরিবর্তন নিয়েও। আমি সম্প্রতি যে উদ্ভট জিনিসগুলি প্রত্যক্ষ করছি তা আমাকে এটা করতে বাধ্য করেছে.. এছাড়াও সত্যজিৎ রায় এবং তাঁর ছবির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এটা।" 

 

আরও পড়ুন

 

প্রায় বছর তিনেক আগে ঘোষণা করেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মিশমি দাস। পরিবারের সঙ্গে শহর ছেড়েছিলেন তিনি। সেসময় অনেকেই মনে করেছিল, তাহলে কি মুম্বই পাড়ি দিচ্ছেন নায়িকা নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? এই নিয়ে নানা জল্পনার মাঝেই কেটে যায় তিন মাসের বেশি সময়। অবশেষে সব উত্তর পান দর্শকেরা। আবার ধারাবাহিকে ফেরন মিশমি। এরপর একের পর মেগাতে কাজ করে যাচ্ছেন টেলি নায়িকা।   

প্রসঙ্গত, 'আমাদের এই পথ যদি না শেষ হয়' ধারবাহিকে রিনি এবং জি টিভি-র 'রিসতো কা মাঞ্ঝা'-তে টিনা চরিত্রে দর্শকদের মন জয় করেছেন মিশমি। 'মৌ এর বাড়ি' তেও দেখা গেছে তাঁকে। 'খেলনা বাড়ি' ধারাবাহিকে খলনায়িকা রূপেও মিশমি যথেষ্ট জনপ্রিয়তা পায়।  এছাড়াও রাজযোটক', 'প্রেমের ফাঁদে', 'গাছকৌটো' -র মতো একাধিক ধারাবাহিকে মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মিশমি। এরপর বড় পর্দায় তিনি ডেবিউ করেন 'কিছু না বলা কথা'-র মাধ্যমে। এছাড়াও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে 'বুড়ো সাধু' ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে 'ফুলকি' ধারাবাহিকে।   
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement