Advertisement

Mithai: সামনের মাসেই শেষ হচ্ছে 'মিঠাই'? ফের নয়া জল্পনা স্টুডিওপাড়ায়

Bangla Serial: টেলিপাড়ায় ফের 'মিঠাই' শেষ হওয়ার রব উঠেছে। স্টুডিওপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এপ্রিল মাসেই নাকি শেষ হবে উচ্ছেবাবু- তুফানমেইলের জার্নি।

'মিঠাই' ধারাবাহিকে সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2023,
  • अपडेटेड 6:57 PM IST

টিআরপি তালিকায় স্থান ওঠানামা করছে 'মিঠাই'-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম 'মিঠাই'। গল্পে কিছুদিন আগেই এসেছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মধ্যে ফের শোনা যাচ্ছে দুঃসংবাদ! এবার নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।  

টেলিপাড়ায় ফের 'মিঠাই' শেষ হওয়ার রব উঠেছে। স্টুডিওপাড়ায় কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে এপ্রিল মাসেই নাকি শেষ হবে উচ্ছেবাবু- তুফানমেইলের জার্নি। সে জায়গায় নাকি জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। এর আগেও দুই থেকে তিনবার গুজব রটেছিল 'মিঠাই' শেষ হওয়ার। পরে জানা যায়, সেটা শুধুমাত্রই রটনা। 

আরও পড়ুন: আনারকলি থেকে দক্ষিণী সিল্কে কনে, দেখুন স্বরা- ফাহাদের বিয়ের সব মুহূর্ত

ফের শুরু নয়া জল্পনা। ধারাবাহিকের ফ্যান ক্লাবগুলিতে ইতিমধ্যে মন খারাপের আবহ। ইন্ডাস্ট্রির সূত্র বলছে, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'ফুলকি'। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগত দুই মুখ। শোনা যাচ্ছে এই মেগার মূল বিষয়বস্তু ক্রিকেট। 'মিঠাই'-র স্লটে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০ টায় নাকি দেখা যাবে  নতুন ধারাবাহিকটি। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। এমনকী মুখে কুলুপ এঁটেছে কলাকুশলীরা। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসও জানিয়েছেন, এবিষয়ে এখনও তাঁর কাছে কোনও তথ্য নেই।   

আরও পড়ুন: হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার জনপ্রিয় কমেডিয়ান

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, নফর দাসের পরিবার থেকে মিঠাইকে রক্ষা করতে পেরেছে সিড। মিষ্টি ও মিঠাই দু'জনেরি মনোহরাতে এসেছে। একটু একটু স্মৃতি ফিরে আসছে তার। হল্লা পার্টি সহ মনোহরার সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সম্পূর্ণ স্মৃতি ফেরানোর। এদিকে মিঠিও সিডকে ডিভোর্স দিতে চাইছে। গল্প যেদিকে এগোচ্ছে, মনে করা হচ্ছে এবার মিঠাইয়ের মনোবিদের সঙ্গে মিল হবে মিঠির। এবার ধারাবাহিকে 'হ্যাপি এন্ডিং' হবে বলে মনে করছেন বাংলা ধারাবাহিকের দর্শকেরা।     

Advertisement

আরও পড়ুন: ঝগড়া -অভিমান অতীত! পাহাড়ে গিয়ে ফের কাছাকাছি অর্ণব - ইপ্সিতা

প্রসঙ্গত, 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকের জায়গা নেবে নতুন ধারাবাহিক 'মুকুট'। তবে স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক বন্ধ হবে না, স্লট পরিবর্তন হবে এখনও তা স্পষ্ট নয়। অন্যদিকে কিছুটা সংকটে আছে 'সোহাগ জল' ধারাবাহিকও।  টিআরপি-র যুদ্ধে কোন মেগা এগিয়ে থাকবে এবং সত্যিই এপ্রিলে 'মিঠাই'-র সমাপ্তি হবে কিনা, তা সময়ই বলবে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement