'মৌ এর বাড়ি' ধারাবাহিকে (Mou Er Bari Serial) এই মুহূর্তে চলছে টানটান উত্তেজেনা। রূপমের সঙ্গে মৌ-এর বিয়ের পর থেকেই অশান্তির শেষ নেই। প্রথমে পরিবারে কেউ না মেনে নিলেও, মানিয়ে নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে মৌ। বারবার উদ্ধার করেছে নানা বিপদ থেকে।
কালার্স বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে এবার আসতে চলেছে নয়া মোড়। রঙের উৎসবে, নতুন রং লাগবে মৌ- রূপমের জীবনে? প্রথমবার এই ধারাবাহিকে রোম্যান্টিক সিকোয়েন্সে দেখা গেল জুটিকে। 'গোলিও কি রাসলীলা রাম-লীলা' ছবির জনপ্রিয় প্রেমের গান 'লাহু মু লগ গয়া'-র সঙ্গে একটি নাচের ড্রিম সিকোয়েন্সে দারুণ রসায়ন ফুটে উঠল জুটির।
প্রেমের এই গানে শ্যুট করা প্রসঙ্গে মৌ, অর্থাৎ অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy) বললেন, "দীপিকা আমার প্রিয় অভিনেত্রী। এমনকী এই ছবিটি আমার খুব প্রিয়। এই অংশের শ্যুটিং করাটা খুব মজার ছিল। এটি একটি স্বপ্নের সিকোয়েন্সের গান। এখানে দর্শকেরা মৌকে দেখতে পাবেন একেবারে ভিন্ন অবতারে।"
চলতি সপ্তাহে মৌ-রূপমের মধ্যে টক -ঝাল -মিষ্টি ঝগড়ার সাক্ষী হবেন সকলে। একসঙ্গে দারুণ দোল কাটাবে তারা। কিন্তু এরপর ফের মৌকে ভুল বুঝবে রূপম। যদিও পরে নিজের ভুল বুঝতে পারবে সে। কিন্তু মৌ কি তাকে ক্ষমা করবে? তা জানা যাবে আগামী পর্বগুলিতে।