Advertisement

Neem Phuler Modhu: ১ মাস আগে নতুন সংসার পেতেছেন রুবেল! এরই মধ্যে শেষ হচ্ছে 'নিম ফুলের মধু'?

Bangla Serial Ending: পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2025,
  • अपडेटेड 3:02 PM IST

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সে তালিকায় নাম যোগ হতে চলেছে জি বাংলার 'নিম ফুলের মধু'-র? টলিপাড়ায় ফের এমন গুঞ্জন শোনা যাচ্ছে এই মুহূর্তে। 

শুরুর পর থেকে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছায় 'নিম ফুলের মধু'। মাঝে মধ্যে এদিক- ওদিক হলেও, বেশিরভাগ সপ্তাহে রেটিং চার্টে সেরা ৫ বাংলা ধারাবাহিকের মধ্যে থাকত এই মেগা। এমনকী কিছু সপ্তাহে শীর্ষ স্থানেও ছিল এই ধারাবাহিক। শুধু তাই নয়, সৃজন বা পর্ণা ছাড়াও বাবুর মা সহ 'নিম ফুলের মধু'-র আরও একাধিক চরিত্র বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আগে একাধিক বার গুজব ছড়িয়েছিল, যাত্রা শেষ হতে চলেছে মেগা সিরিয়ালটির। তবে প্রাইম টাইম থেকে 'নিম ফুলের মধু'-কে পাঠানো হয় সন্ধ্যা ৬টার স্লটে। তারপর থেকেই অনেকটা পড়তে শুরু করে ধারাবাহিকের রেটিং। 

এদিকে সিরিয়ালের গল্পেও এসেছে বড় পরিবর্তন। বহু বছর এগিয়েছে গল্প। পাক ধরেছে দত্ত বাড়ির বড়দের চুলে। বাড়ির ছোটরাও আর ক্ষুদে নেই, বড় হয়েছে। ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, স্মৃতিশক্তি ফিরে এসেছে সৃজনের। পর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে সে। যদিও গিরিধারী হয়ে, বিভিন্ন খারাপ কাজের জন্যে পুলিশ গ্রেফতার করে তাকে। কীভাবে তাকে ছাড়িয়ে আনতে পারে তাঁর পরিবার, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন

'নিম ফুলের মধু' শেষ হতে চলেছে, স্টুডিওপাড়ার এই গুঞ্জনটি আরও জোরালো হয়েছে সৃজনের জেঠিমা ললিতার পোস্ট দেখে। অভিনেত্রী তনুশ্রী গোস্বামী মেকআপ রুমের একটি ভিডিশেয়ার করতেই, সেখানে তাঁর দিকে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, সত্যিই কি শেষ হয়ে যাবে ধারাবাহিক? এর উত্তরে ত্নুশ্রী হ্যাঁ না বললেও, নাকজও করেননি। 

 

Advertisement

প্রসঙ্গত, জানুয়ারি মাসেই 'নিম ফুলের মধু'-র সৃজনের বাস্তব জীবনে শুরু হয়েছে নতুন জীবন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এক দিকে যেমন নতুন সংসার শুরু হয়েছে, সেসময় কি শেষ হবে তাঁর ধারাবাহিক? তবে টেলিপাড়ার গুঞ্জন, আরও একটি নতুন ধারাবাহিকে নাকি ইতিমধ্যেই সই করে ফেলেছেন অভিনেতা। যদিও বিষয়ে তিনি এখনও মুখ খোলেননি। সব প্রশ্নের উত্তর দেবে সময়।    

        
 

Read more!
Advertisement
Advertisement