বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'তারে ধরি ধরি মনে করি'-র। এবার জুটিতে দেখা যাবে পর্দার ঈশান ও পর্ণাকে।
'নিম ফুলের মধু' ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা। ধারাবাহিকটি শেষ হওয়ার পরে বেশ কিছু দিনের বিরতি নিয়েছিলেন। এবার ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন টেলি নায়িকা। তাঁর বিপরীতে অভিনয় করবেন 'গৌরী এলো' ধারাবাহিকের ঈশান অর্থাৎ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।
বেনিয়ান ট্রিজ প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই মেগার গল্প পর্দায় ফুটে উঠবে নবদ্বীপের প্রেক্ষাপটে। ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোরা। অন্যদিকে পল্লবীকে দেখা যাবে রূপমঞ্জুরী চরিত্রে। সাংসারিক জীবনের ছেড়ে আধ্যাত্মিক জগতের দিকে পা বাড়াতে চায় গোরা। সেসময় তার জীবনে আসে রূপমঞ্জুরী। গোরা কি পারবে সাংসারিক জীবনের মোহ ত্যাগ করতে? সেই উত্তর মিলবে খুব তাড়াতাড়ি। যদিও কবে থেকে বা কোন স্লটে 'তারে ধরি ধরি মনে করি' দেখা যাবে, তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, 'গৌরী এলো' ধারাবাহিকের পর বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন বিশ্বরূপ। রুক্মিণী মৈত্রের সঙ্গে 'হাঁটি হাঁটি পা পা'এবং রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে 'মেখলা' ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও জি ফাইভ বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ 'ছায়াসঙ্গী'-তে শ্রুতি দাস ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেল অভিনেতা।তবে পল্লবীকে সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি 'নিম ফুলের মধু'-র পরে। এখন দেখার, নতুন এই জুটিকে দর্শক কতটা ভালোবাসা দেয়।