Advertisement

Parijat Chaudhuri: আদৃতের সঙ্গে হিট পারিজাতের জুটি! এর আগে কী করতেন পর্দার জোনাকি?

Actress Parijat Chaudhuri: পর্দার ধ্রুবকে সকলেই চিনলেও, টেলিভিশনে নবাগতা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরী।'মিত্তির বাড়ি' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে এটাই তাঁর প্রথম কাজ না। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 6:15 PM IST

ইতিমধ্যে দর্শক ভালোবাসতে শুরু করেছে ধ্রুব- জোনাকির জুটি। রেটিং চার্টে এখনও সেরা পাঁচে না থাকতে পারলেও, শুরুর পর থেকেই বেশীরভাগ সপ্তাহে সেরা দশের মধ্যে থাকে 'মিত্তির বাড়ি'। এই মুহূর্তে প্রতিটা মেগার মধ্যেই চলছে জোর টক্কর। পর্দার ধ্রুবকে সকলেই চিনলেও, টেলিভিশনে নবাগতা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরী।'মিত্তির বাড়ি' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে এটাই তাঁর প্রথম কাজ না।     

টলিউড ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন নন পারিজাত। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেলে' ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অরুণ রায়ের 'হীরালাল' ছবিতে তিনি হীরালাল সেনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও সত্যম ভট্টাচার্যের সঙ্গে 'হালুম' ছবিতে কাজ করেছেন পারিজাত। যদিও ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন টেলি নায়িকা। 

সাধারণত, ছোট পর্দা থেকে ওটিটি কিংবা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। তবে পারিজাতের ক্ষেত্রে বিষয়টা একেবারে উল্টো। বড় পর্দা- ওটিটি থেকে তিনি টেলিভিশনে পা রেখেছেন। তবে এজন্যে কোনও আক্ষেপ নেই তাঁর। বরং খুবই আনন্দ সহকারে কাজটা করছেন। একথা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন পারিজাত। অভিনেত্রীর কথায়, 'অনেক দিন ধরে ছোট পর্দায় ডাক পাচ্ছিলাম। সময় দিতে পারছিলাম না, পছন্দসই গল্পও পাচ্ছিলাম না। ফলে, এত দিন রাজি হয়নি। কিন্তু ছোট পর্দা নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই।'    

আরও পড়ুন

মেগাতে কাজ করলেও, হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে পারিজাতের। আগামীতে ভাল ছবি বা সিরিজ়ে কাজের সুযোগ পেলেও করবেন তিনি। তবে ধারাবাহিকের সঙ্গে অন্য কোনও মাধ্যমের কাজ করতে সাধারণত অসুবিধা হয়। এজন্যে 'মিত্তির বাড়ি'-র চুক্তিপত্র সইয়ের আগে তিনি জানিয়ে রেখেছেন, ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দা বা সিরিজ়ে সুযোগ পেলে তাতেও সাড়া দেবেন।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement