Advertisement

Sudipta Banerjee Wedding: বিয়ের পিঁড়িতে সুদীপ্তা-সৌম্য, বিয়ের সাজ থেকে হানিমুন সবটা ফাঁস

বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন সোহাগ জল সিরিয়ালের বেণী বউদি তথা অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী। যিনি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে। আগামী ১ মে বিয়ের পিঁড়িতে বসবেন সুদীপ্তা। হাতে সময় কম আর বিয়ের এত তোড়জোড় বাকি। বিয়ের প্ল্যান থেকে শুরু করে হানিমুন যাবতীয় খবর এবার জানা গেল সুদীপ্তা-সৌম্যর বিয়ের।

সুদীপ্তা-সৌম্যর বিয়ে চলতি বছরের মে মাসেসুদীপ্তা-সৌম্যর বিয়ে চলতি বছরের মে মাসে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 9:45 PM IST
  • বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন সোহাগ জল সিরিয়ালের বেণী বউদি তথা অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
  • পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী।
  • আগামী ১ মে বিয়ের পিঁড়িতে বসবেন সুদীপ্তা।

বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন সোহাগ জল সিরিয়ালের বেণী বউদি তথা অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী। যিনি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে। আগামী ১ মে বিয়ের পিঁড়িতে বসবেন সুদীপ্তা। হাতে সময় কম আর বিয়ের এত তোড়জোড় বাকি। বিয়ের প্ল্যান থেকে শুরু করে হানিমুন যাবতীয় খবর এবার জানা গেল সুদীপ্তা-সৌম্যর বিয়ের। 

চলে এসেছে বিয়ের কার্ডও
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সুদীপ্তা জানিয়েছেন যে প্রচুর প্ল্যানিং রয়েছে বিয়ে নিয়ে। বিয়ের কার্ডও চলে এসেছে। তবে এখনও অভিনেত্রী তাঁর বিয়ের শপিং শুরু করতে পারেননি। তবে চলতি মাস থেকেই সেই শপিং শুরু হয়ে যাবে বলে জানান তিনি। 

সুদীপ্তা-সৌম্য

 

আরও পড়ুন

লম্বা ছুটি নিচ্ছেন না সুদীপ্তা
সোহাগ জল সিরিয়ালে বিধবা বেণী বউদির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়েছেন সুদীপ্তা। দেওরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছেন তিনি। তবে এইসব কিছু নিয়ে এখন ভাবতে নারাজ অভিনেত্রী। কারণ সামনেই বিয়ে তাই মনকে ফুরফুরে রাখতে হবে। বিয়ের জন্য কোনও লম্বা ছুটি নেননি সুদীপ্তা। বিয়ের তিনদিন আগে থেকে ছুটিতে যাবেন তিনি।

সুদীপ্তা-সৌম্য

 

মধুচন্দ্রিমা কোথায় হচ্ছে
হানিমুনে কোথায় যাচ্ছেন সুদীপ্তা-সৌম্য? এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিয়ের পর ১০ দিন মতো ছুটি নেওয়ার প্ল্যানিং রয়েছে। হানিমুনে যাব পুজোর পরে। এখনও পর্যন্ত এমনটাই ভেবেছি। কোথায় যাব, সেটা এখনও ভাবিনি। আসলে বিয়েটা আমাদের কাছে ইভেন্টের মতো হয়ে গিয়েছে। আগে এটা ভালোয় ভালোয় মিটুক। তারপর হানিমুনের পরিকল্পনা করব আমরা।'

Advertisement

বিয়ের ভূরিভোজ
বিয়েতে কী খাওয়া-দাওয়া হবে তা নিজেই বাছাই করেছেন সুদীপ্তা। তবে সৌম্যও রয়েছেন তাঁর সঙ্গে। বিয়েতে বাঙালি খাবার থাকছে। বিয়ের মেনুতে চিকেন, মাটন, ফিশ, মিষ্টি, রুটি, নান সবই থাকবে।

সুদীপ্তা-সৌম্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বিয়ের দিনের সাজ
সুদীপ্তা সাক্ষাৎকারে জানিয়েছেন যে বিয়ের দিন বাঙালি সাজ তাঁর সবচেয়ে পছন্দ হলেও। কিছুটা আলাদা সাজবেন তিনি। তবে ট্র্যাডিশনাল সাজই থাকবে বলে জানিয়েছেন তিনি। যদিও রিসেপশন লুক কেমন হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি অভিনেত্রী।

বিবাহ বাসর
সায়েন্স সিটির পিছনে বসবে বিয়ের আসর এবং রিসেপশন হবে নিকো পার্কে। একজন অভিনেত্রী, আরেকজন রাজনীতিবীদ। বলাই বাহুল্য বিয়ের অতিথিদের তালিকায় থাকবে বিনোদন ও রাজনৈতিক মহলের মানুষেরা। বৌভাতে নিমন্ত্রিত থাকবেন প্রায় আড়াই হাজার মানুষ। জুটির বিয়ের কথা ছিল ২০১১ সালে। কিন্তু করোনা পরিস্থিতিতে মুম্বই থাকার কারণে বিয়ে পিছিয়ে যায়। গত বছর ডিসেম্বর মাসে, দু-পক্ষের পাকা কথা হয়। এক বিজয় সম্মিলনীতে আলাপ হয় সুদীপ্তা- সৌম্যর। এরপর বন্ধুত্ব ও ধীরে ধীরে প্রেম হয় তাঁদের। 
 

Read more!
Advertisement
Advertisement