Advertisement

Sudipta Chakraborty: কেমন সাজানো হল 'বাহা'র ফুলশয্যার খাট, দেখুন

কিছুদিন আগেই বিয়ে করেছেন বাহা তথা সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। সুদীপ্তার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বিয়ে ও বউভাতের ছবি। প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন সুদীপ্তা। এর আগে আইবুড়ো ভাত, গায়ে হলুদ ও বিয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

সুদীপ্তা চক্রবর্তীর বিয়ের সাজে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামসুদীপ্তা চক্রবর্তীর বিয়ের সাজে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2023,
  • अपडेटेड 9:31 PM IST
  • কিছুদিন আগেই বিয়ে করেছেন বাহা তথা সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
  • সুদীপ্তার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বিয়ে ও বউভাতের ছবি।
  • এবার একেবারে ফুলশয্যার সাজানো খাটের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

কিছুদিন আগেই বিয়ে করেছেন বাহা তথা সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। সুদীপ্তার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বিয়ে ও বউভাতের ছবি। প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন সুদীপ্তা। এর আগে আইবুড়ো ভাত, গায়ে হলুদ ও বিয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এবার একেবারে ফুলশয্যার সাজানো খাটের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। 

বাহার ফুলশয্যার ভিডিও শেয়ার
এই ভিডিওতে দেখা গিয়েছে, নতুন জীবন শুরু করতে চলেছেন সুদীপ্তা-স্বর্ণশেখর। ফুলশয্যার খাট একেবারে অভিনেত্রীর পছন্দ অনুযায়ী যে সাজানো হয়েছে তা সুদীপ্তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। স্বর্ণশেখরের হাত ধরে তাঁকে নিয়ে যায় তাঁদের ঘরে। যেখানে রয়েছে স্বপ্নের মতো সাজানো তাঁদের জীবন। 

 

আরও পড়ুন

বিয়ে ও বউভাতে সুদীপ্তার সাজ
‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে রণিতাকে রিপ্লেস করে ‘বাহামণি’ হয়েছিলেন তিনি। সদ্যই কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। বিয়ের দিন লাল বেনারসিতে সেজেছিলেন সুদীপ্তা। বিয়ের অনুষ্ঠান হয়েছিল নৈহাটিতে আর কলকাতায় বসল রিসেপশনের আসর। রিসেপশনের দিন নায়িকা সাজলেন আসমানি নীল লেহেঙ্গায়। সঙ্গে সোনালি জরির কাজ। গা ভর্তি সোনার গয়না, হাতে লাল চূড়া- একদম রাজরানির বেশে ধরা দিলেন সুদীপ্তা। বউয়ের সঙ্গে রং মিলিয়েই সেজেছিলেন স্বর্ণকমল। দুজনের রয়্যাল লুক রীতিমতো নজর কেড়েছে।

বিয়ের সাজে সুদীপ্তা-স্বর্ণশেখর ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

স্বর্ণ-সুদীপ্তার দীর্ঘদিনের সম্পর্ক 
সুদীপ্তার অভিনয়ের হাতেখড়ি তাঁর শ্বশুরমশাইয়ের কাছেই। দীর্ঘ দিনের সম্পর্ক স্বর্ণ ও সুদীপ্তার। বাহার চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এ ছাড়াও ‘রেশম ঝাঁপি’, ‘বিকেলে ভোরের ফুল’ সিরিয়ালেও দর্শকের মন ছুঁয়ে ছিলেন সুদীপ্তা। সেই সেটেই স্বর্ণর সঙ্গে আলাপ হয় সুদীপ্তার। এত দিনের বন্ধুত্ব, তার পর প্রেম, তার পর বিয়ে। ফুলশয্যার ভিডিও ভাগ করে নিজের আনন্দই ভাগ করে নিলেন সুদীপ্তা। সদ্যই কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এবার বাস্তবেই গাঁটছড়া বাঁধলেন এই টেলি নায়িকা। কাঙ্খিত পরিণতি পেল তাঁদের ১৪ বছরের সম্পর্ক।

Advertisement

অভিনয়ে শীঘ্রই ফিরবেন সুদীপ্তা
দীর্ঘদিনের সম্পর্ক স্বর্ণ ও সুদীপ্তার। অবশেষে দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে সাত পাকে বাঁধা ঘুরলেন তাঁরা। বিয়ের পরেও যে তিনি অভিনয় করবেন তা নিশ্চিত। অভিনয় ও গান ভালবাসেন দুজনেই, ঘুরতে ভালবাসেন। পাহাড়ি গ্রামে একটা ছোট্ট হোমস্টে রয়েছে তাঁদের। সময় পেলেই দুটিতে চলে যান। ২০২২ সালের জুন মাসে আংটিবদল হয়, আপাতত নতুন বছরে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।
 

Read more!
Advertisement
Advertisement