Advertisement

Divyani Mondal Phulki Age: ছোট পর্দায় তুমুল প্রিয় ফুলকি, বাস্তবে কত বয়স দিব্যানির?

Television Actress Unknown Facts: তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টেলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে।

দিব্যানি মণ্ডল (ছবি: ইনস্টাগ্রাম)দিব্যানি মণ্ডল (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 2:00 PM IST

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যানি মণ্ডল। প্রথম মেগাতে কাজ করার পরই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ডেবিউ সিরিয়াল 'ফুলকি'-তে কাজ করেই রীতিমতি বাজিমাত করেছেন তিনি। টেলি নায়িকার ফ্যানেদের সংখ্যাও বিপুল। সে প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।  

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টেলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার বয়স কত। কারণ নায়িকাদের সঠিক বয়স জানা কঠিন। নেট মাধ্যমে প্রাপ্ত তথ্যও ভুল হয় বেশীরভাগ সময়। তবে এবার জানা গেল দিব্যানির কত বয়স। 

আসলে সম্প্রতি জন্মদিন ছিল দিব্যানি মণ্ডলের। মধ্যরাতেই বন্ধু- বান্ধবেরা জন্মদিন উদযাপন করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এছাড়াও কেক কেটে উদযাপন হয়েছে। এবছর ২১ বছর পূর্ণ হল পর্দার ফুলকির। তাঁর কেকের উপর রাখা মোমবাতিতে ২১ ছিল। সেই সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, "২১ বছর বয়সে পা রেখে আমি খুবই কৃতজ্ঞ। আমার চারপাশের কিছু সেরা মানুষ আমার রাতটা এত স্পেশাল করে তুলেছে। এত সুন্দর চমক, ভালোবাসা এবং আনন্দ দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা সবাই সত্যিই এই জন্মদিনটা স্মরণীয় করে তুলেছ। নতুন শুরু এবং অন্তহীন স্মৃতির জন্য রইল! তোমাদের ভালোবাসি।" 

আরও পড়ুন

 

 

কলেজে পড়তে পড়তেই 'ফুলকি' ধারাবাহিকে কাজ পান দিব্যানি। ইংরেজি অনার্সের ছাত্রী ছিলেন তিনি। যদিও সেসময় অনার্স কোর্স শেষ করতে পারেননি। এদিকে অভিনেত্রীর বাড়ির সকলেই শিক্ষক। তাঁর মা, দিদা সকলেই শিক্ষিকা। তাই অভিনেত্রীর ইচ্ছে বাবা মায়ের কথা মতো ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স শেষ করার। মেগাতে বক্সার দিব্যানি। তবে বাস্তবেও খেলাধূলায় পারদর্শী তিনি। ক্য়ারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। বাস্তবেও ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পর্দার ফুলকি। ফলে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন সাবলীলভাবে। 

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল 'ফুলকি'। এই মেগার মাধ্যমেই ছোট পর্দায় পা রাখেন দিব্যানি। এই ধারাবাহিকে তিনি জুটি বাঁধেন অভিষেক বসুর সঙ্গে। রোহিত স্যার ও ফুলকির অনস্ক্রিন জুটি দর্শক দারুণ পছন্দ করে। বহু মাস টিআরপি-তে শীর্ষস্থানে ছিল এই মেগা। 

 

Read more!
Advertisement
Advertisement