টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত মুখ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। বলা চলে মেয়েদের হার্ট থ্রব শন। শেষবার এই অভিনেতাকে দেখা গিয়েছিল মন ফাগুন সিরিয়ালে ঋষিরাজ-এর চরিত্রে। এই সিরিয়াল শেষ হওয়ার পর শনকে আর টেলিভিশন পর্দায় দেখা যায়নি। তাঁর অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে টেলিভিশনের পর্দায় দেখা যাবে অভিনেতাকে।
ছোটপর্দায় ফিরছেন খুব শীঘ্রই
টেলিভিশন পর্দায় শন বন্দ্যোপাধ্যায়কে হ্যান্ডসম হাঙ্ক বলা হয়। তাঁর গ্ল্যামার ও রূপের ছটায় পাগল মহিলা ভক্তরা। তবে অভিনেতা হওয়ার পাশাপাশি শনের আরও একটি পরিচয় হল তিনি প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। পড়াশোনা সংক্রান্ত কাজে বর্তমানে শন রয়েছেন মুসৌরিতে। তবে অভিনেতা জানিয়েছেন যে তিনি সব কাজ মিটিয়ে খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরবেন। তবে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: শ্যুটিং শেষ, সা রে গা মা পা ২০২২ গ্র্যান্ড ফিনালে কবে?
শন-দিতিপ্রিয়া জুটি
তবে সিরিয়ালে ফেরার আগে শনকে দেখা যাবে দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বাঁধতে। কিছুদিন আগেই তিনি তাঁর আগামী ছবির কিছুটা শ্যুটিং সেরে লন্ডন থেকে ফিরেছেন। এসকে মুভিজের আসন্ন ছবিতে শন-দিতিপ্রিয়াকে একসঙ্গে দেখা যাবে। পরিচালক রবীন নাম্বিয়া। এই সিনেমায় শন ও দিতিপ্রিয়ার সঙ্গে রয়েছেন ঋষভ বসুও। এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প। যদিও, নতুন সিনেমা নিয়ে মুখ খোলেননি শন। তবে সিনেমার শ্যুটিং এখনও বাকি রয়েছে।
আরও পড়ুন: প্রথম আইবুড়ো ভাত রূপসার, রেজিস্ট্রির দিন সাদা গাউন পরবেন অভিনেত্রী
শনের আগে যশের কথা ভাবা হয়েছিল
তবে এই ছবিতে প্রথমে শনের জায়গায় অভিনয় করার কথা ছিল যশ দাশগুপ্তের। কিন্তু, যশ এই মুহূর্তে ‘ইয়ারিয়া টু’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই কারণে লন্ডনে শ্যুটিংয়ের জন্য সময় বের করে উঠতে পারেননি। সেই জায়গায় দেখা যাবে শনকে। এর আগে বড়পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ‘অর্ন্তদৃষ্টি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
শেক্সপিয়রের এক কাজে ব্যস্ত শন
শন এখন ব্যস্ত রয়েছেন শেক্সপিয়রের উপর একটা আর্কাইভের কাজে। এই কাজে অবশ্য আরও এক বাঙালি অভিনেতা রয়েছেন, তিনি হলেন ঋতব্রত মুখোপাধ্যায়। সারা বিশ্বের বহু অভিনেতা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের প্রত্যেককে শেক্সপিয়রের প্রচুর মনোলগ দেওয়া হয়েছে। সেই মনোলগগুলি অভিনয় করার কাজই করছেন শন ও ঋতব্রত। প্রসঙ্গত, মন ফাগুন সিরিয়ালের আগে অভিনেতা শনকে দেখা গিয়েছিল আমি সিরাজের বেগম ধারাবাহিকে বাংলার শেষ নবাব সিরাজের চরিত্রে।