Advertisement

Aprajita Adhya: মা আর নেই, মায়ের কোলে শিশুবেলার ছবি পোস্ট করে অপরাজিতা, লিখলেন...

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর মায়ের মৃত্যর খবর জানান। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ অভিনেত্রীর মা তৃপ্তির মৃত্যু হয় বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এরপরই তিনি মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে আবেগে ভাসেন। প্রসঙ্গত, এ বছর অপরাজিতা তাঁর জন্মদিন শেষবারের মতো মায়ের সঙ্গে পালন করেছিলেন।

মায়ের সঙ্গে অপরাজিতা আঢ্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামমায়ের সঙ্গে অপরাজিতা আঢ্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2023,
  • अपडेटेड 9:56 AM IST
  • সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর মায়ের মৃত্যর খবর জানান
  • সোমবার সকাল সাড়ে নটা নাগাদ অভিনেত্রীর মা তৃপ্তির মৃত্যু হয় বলে জানিয়েছিলেন অভিনেত্রী
  • এরপরই তিনি মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে আবেগে ভাসেন

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর মায়ের মৃত্যর খবর জানান। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ অভিনেত্রীর মা তৃপ্তির মৃত্যু হয় বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এরপরই তিনি মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে আবেগে ভাসেন। প্রসঙ্গত, এ বছর অপরাজিতা তাঁর জন্মদিন শেষবারের মতো মায়ের সঙ্গে পালন করেছিলেন। 

মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী
অপা যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে ছোট্ট অপরাজিতা। এছাড়াও মায়ের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই ছবিগুলির ক্যাপশনে অপরাজিতা লেখেন, 'নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই।' অভিনেত্রী মাতৃহারা হয়ে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। সোমবারও অপরাজিতা তাঁর মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সেখানে লিখেছিলেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার.... মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’

 

আরও পড়ুন

মায়ের সঙ্গেই অপরাজিতা তাঁর জন্মদিন কাটান
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অপরাজিতা আঢ্যর মা। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। যে কারণে ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী তাঁর জন্মদিনে কোনও জাঁক জমক রাখেননি। বরং কলকাতা ছেড়ে তিনি তাঁর হাওড়ার বাড়িতে চলে যান। সেখানেই ঘরোয়াভাবে তাঁর জন্মদিন পালন করা হয়। তিনি জানিয়েছিলেন যে অন্যবার বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি হয় বাড়ির ছাদেই কিন্তু এই বছর তিনি তাঁর মায়ের সঙ্গে জন্মদিনটা কাটাবেন বলে স্থির করেন। অপরাজিতা বুঝতে পেরেছিলেন যে হয়ত এটাই তাঁর সঙ্গে তাঁর মায়ের কাটানো শেষ ভালো মুহূর্ত হতে চলেছে। 

অভিনেত্রীর সঙ্গে সেটেই যেতেন মা 
কেরিয়ারের প্রথম দিকে অপরাজিতার সঙ্গেই সেটে নিয়মিতভাবে যেতেন মা তৃপ্তি। কিছু বছর আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, 'আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে ৩ মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে। বর্তমানে অপরাজিতা রয়েছেন ঘরে ঘরে জি বাংলা-র সঞ্চালনার দায়িত্বে, সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী হালদার।

Read more!
Advertisement
Advertisement