Advertisement

Tollywood Gossips: মিমির কোমর জড়িয়ে রয়েছেন শুভশ্রী! রাজের 'প্রাক্তন'-'বর্তমানের' নয়া রসায়ন?

Mimi- Subhashree- Raj: বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। সব মিলিয়ে এই মুহূর্তে জোর টক্কর চলছে টলিপাড়ায়। এরই মাঝে বুধবার শহরের এক পার্টি দেখা গেল এক বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই, হইচই- ফিসফাস নেটজেনদের মধ্যে। একই সঙ্গে ফ্রেমবন্দি রাজ চক্রবর্তীর 'প্রাক্তন' ও 'বর্তমান'।    

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Dec 2024,
  • अपडेटेड 11:30 AM IST

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। তার মধ্যে এখন চলছে ডিসেম্বর। অর্থাৎ একেবারে পার্টি- পিকনিকের সিজন। তারই মধ্যে বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। সব মিলিয়ে এই মুহূর্তে জোর টক্কর চলছে টলিপাড়ায়। এরই মাঝে বুধবার শহরের এক পার্টি দেখা গেল এক বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই, হইচই- ফিসফাস নেটজেনদের মধ্যে। একই সঙ্গে ফ্রেমবন্দি রাজ চক্রবর্তীর 'প্রাক্তন' ও 'বর্তমান'।    

২০ ডিসেম্বর মুক্তি পাবে রাজের নতুন ছবি 'সন্তান'। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। এক টলিউড পার্টিতে সামিল হয়েছিলেন বহু তারকা। সেখানে হাজির ছিলেন রাজ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মহেন্দ্র সোনি, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু তারকা। জমিয়ে পার্টি করেছেন সকলে। সেই প্রমাণ মেলে, মিমি, শুভশ্রী, অনিন্দ্যদের ইনস্টা স্টোরিতে নজর রাখলেই।

 

অনিন্দ্যর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, মিমি, শুভশ্রী পাশাপাশি পোজ দিয়েছেন। মিমির কোমরে হাত দিয়ে তাঁকে পাশে থেকে জড়িয়ে রেখেছেন শুভশ্রী। দু'জনেরই পরনে কালো রঙা শর্ট পার্টি ড্রেস। পার্টির হোস্ট কে, তা সঠিক না জানা গেলেও। তবে মনে করা হচ্ছে, হোস্ট হতে পারেন মহেন্দ্র সোনি। রাজ- শুভশ্রী- মিমি- অনিন্দ্য, চারজনেরই কাছের তিনি।

 

তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। মিমির সঙ্গে রাজের সম্পর্ক কারও অজানা না। বিষয়টা টলি পাড়ায় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত জুটিকে। সেসময় অনেকই ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু তাঁদের সম্পর্ক টেকেনি। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শ্যুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেন নায়িকা। আর তার জেরেই দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এবিষয়ে কখনও মুখ খোলেননি দু'জনের কেউই। 

Advertisement

রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না', 'প্রলয়', 'যোদ্ধা:দ্য হোয়ারিয়র', 'কাটমুণ্ডু'-র মতো ছবিগুলিতে রাজের পরিচালনায় অভিনয় করেছেন মিমি। সম্পর্কে বিচ্ছেদের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। যদিও এরপর থেকে সম্পর্ক নিয়ে মিমির নাম কারও সঙ্গে খুব একটা জুড়তে শোনা যায়নি। বারবারই নিজেকে 'সিঙ্গেল' বলেই দাবি করেন সাংসদ- নায়িকা।  এদিকে এই ঘটনার পরে মিমি- শুভশ্রীর সম্পর্কও খুব একটা ভাল ছিল না বলেই শোনা যায়। তবে তারকাদের সম্পর্কের রসায়ন বোঝা সত্যিই কঠিন। দুই নায়িকার এরকম রসায়ন দেখে কিছুটা অবাকই হচ্ছেন অনেকে। আবার অনেকে মনে করছেন নতুন ছবির জন্যই শিরোনামে থাকতেই এই স্ট্র্যাটেজি।        

      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement