Advertisement

TRP -Bangla Serial: এবার সেরা দশে জায়গা করেছে ১৫ মেগা! বেঙ্গল টপার কে?

Bengali Serial BARC 2024 Week 2nd TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

এই সপ্তাহের রেটিং চার্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 3:41 PM IST

Bengali Serial BARC TRP List: ২০২৪ শুরুর পর থেকেই বাংলা টেলিভিশনে (Bengali Television) চলছে জোরদার লড়াই।  গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি-তে বিপুল রদবদল দেখা যাচ্ছে। এই সপ্তাহে কিছুটা পরিবর্তন হয়েছে রেটিং চার্টে। জানুন, বছরের এবার কোন মেগা কেমন স্কোর করল।

এবারও বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী'(Jagadhhatri)-র ঝুলিতে  ৯.৫। দ্বিতীয় স্থান বহাল 'নিম ফুলের মধু' (Neem Phuler Modhu)-র, পেয়েছে ৮.৮।  তৃতীয় 'ফুলকি'(Phulki), প্রাপ্তি ৮.৭। ৭.৯ রেটিং পয়েন্ট নিয়ে এবারও চতুর্থ স্থান পেয়েছে 'গীতা এলএলবি'(Geeta LLB)। এবারও পঞ্চমে নতুন মেগা 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)। এই ধারাবাহিক পেয়েছে ৭.৪। 

ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে দুই মেগা। 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Kotha) ও  'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) পেয়েছে ৭.১। সপ্তমে উঠে এসেছে 'তোমাদের রাণী' (Tomader Rani)। এই ধারাবাহিক পেয়েছে ৭.০। অষ্টমে একইসঙ্গে রয়েছেন তিন মেগা। 'সন্ধ্যাতারা'(Sandhyatara), 'জল থই থই ভালোবাসা' (Jol Thoi Thoi Bhalobasa) ও 'লভ বিয়ে আজকাল' (Love Biye Aajkal), পেয়েছে ৬.৮। নবম স্থানেও রয়েছে তিনটি মেগা। 'কথা'(Kotha), 'হরগৌরী পাইস হোটেল' (Horogouri Pice Hotel) ও 'তুমি আশেপাশে থাকলে' (Tumi Ashe Pashe Thakey), র প্রাপ্তি ৬.০। দশম স্থানে 'ইচ্ছে পুতুল' (Ichhe Putul)। দুই মেগার ঝুলিতে ৫.৮।  

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

 * প্রথম - জগদ্ধাত্রী (৯.৫) 

 * দ্বিতীয় - নিম ফুলের মধু (৮.৮)

 * তৃতীয় - ফুলকি  (৮.৭)  

 * চতুর্থ - গীতা এলএলবি (৭.৯)
 
 * পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৭.৪)

 * ষষ্ঠ - কার কাছে কই মনের কথা (৭.৩)
 
 * ষষ্ঠ - অনুরাগের ছোঁয়া (৬.১)

Advertisement

 * সপ্তম - তোমাদের রাণী (৭.০) 
 
 * অষ্টম - জল থই থই ভালোবাসা (৬.৮)

 * অষ্টম - লভ বিয়ে আজকাল (৬.৮)

 * অষ্টম - সন্ধ্যাতারা (৬.৮)  

 * নবম- হরগৌরী পাইস হোটেল (৬.০)  
 
 * নবম- তুমি আশেপাশে থাকলে (৬.০)  

 * নবম- কথা (৬.০) 

 * দশম - ইচ্ছে পুতুল (৫.৮) 
 
আসছে একাধিক নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি। দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, নতুন বছরে সেরা টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement